কলকাতা, 1 অগস্ট: নতুন ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবার নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল খুলল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই এবার থেকে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে কথা বলবেন। যা সরাসরি বিনামূল্যে দেখতে পারবেন সকল শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা। অভিভাবকদের কোনও প্রশ্ন থাকলে তার সরাসরি উত্তর পেয়ে যাবেন তাঁরা। সোশাল মিডিয়ার জনপ্রিয়তার কারণেই এই উদ্যোগ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।
এতদিন স্কুল শিক্ষা দফতরের অধীনে উজ্জীবন চর্চার মাধ্যমে শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসত। সেখানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সেমিস্টার পদ্ধতি নিয়েও ক্লাস হয়েছিল। সেখানে সংসদ সভাপতি নিজে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। নতুন এই সেমিস্টার পদ্ধতি কী, কীভাবে প্রশ্নপত্র গঠন হবে সেই সব কিছু তুলে ধরা হয়েছিল । কিন্তু এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিজেও একটি পেজ গঠন করেছে । সেখানেই এবার থেকে তাঁরা সমস্ত তথ্য তুলে ধরবেন।