পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রকাশ্যে শাহজাহানের দুই শাগরেদ শিবু-উত্তমের নয়া কীর্তি, ফুঁসছে সন্দেশখালি - Shibu Hazra

Sandeshkhali Case: শিবু ও উত্তম গ্রেফতার হলেও এখনও অধরা তাদের 'গুরু' শাহজাহান ৷ এবার সামনে এল দুই শাগরেদের অত্যাচারের নয়া কাহিনি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 2:23 PM IST

সন্দেশখালি, 21 ফেব্রুয়ারি: গুরু-শিষ্য, কেউ কারও থেকে কম যান না । 'গুরু' শাহজাহানের মতো তাঁর দুই 'শিষ্য' শিবু-উত্তমেরও কীর্তির শেষ নেই । অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে শাহজাহানের এই দুই শাগরেদ একাধিক গ্রামবাসীর কাছ থেকে 'কাটমানি' নিয়েছেন । কারও কাছ থেকে 30 হাজার তো কারও কাছ থেকে 40 অথবা 50 হাজার টাকা । তবে, শিবু-উত্তমদের পকেটে এই টাকা ঢুকলেও প্রতারিত গ্রামবাসীরা কিন্তু প্রকল্পের ছিটেফোঁটাও পাননি বলে অভিযোগ উঠেছে । সন্দেশখালিকাণ্ডের জেরে শিবু-উত্তম গ্রেফতার হতেই তাঁদের সেই কীর্তি এখন সামনে এসেছে । যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।

অভিযোগ, গতিধারা প্রকল্পে টোটো পাইয়ে দেওয়ার নামে অগ্রিম বাবদ অনেক টাকা নিয়েছিলেন শিবু-উত্তমরা ! বলেছিলেন, অগ্রিম টাকা দিলেই নতুন টোটো হাতে পাওয়া যাবে । সেই কথাতেই বিশ্বাস করে তাঁদের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়েছিলেন গ্রামের 42 জন বেকার ছেলে । তারপরও মেলেনি প্রকল্পের সুবিধা । প্রতারিতদের আরও দাবি, দীর্ঘদিন পরও প্রকল্পের সুবিধা না মেলার কারণ জিজ্ঞাসা করতে গেলে উত্তর না দিয়ে উলটে প্রতারিত যুবকদের কপালে জোটে শিবু-উত্তমদের লেঠেল বাহিনীর মারধর । এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়েও দেয় তারা।

ফলে, সরকারি প্রকল্পে টোটো পাওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে প্রতারিত গ্রামবাসীদের । এখন শিবু-উত্তমদের দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছে তাঁদের । শুধু চাইছেন, এদের মতো দুর্নীতিগ্রস্ত নেতাদের যেন কড়া শাস্তি হয় । সেই দাবিই এখন জোরালো হচ্ছে সন্দেশখালির গ্রামে ।

শাহজাহান-শিবু-উত্তম । সন্দেশখালির এই 'ত্রিমূর্তি'-র বিরুদ্ধে একের পর এক কীর্তি সামনে এসেছে ইতিমধ্যে । জোর করে জমি দখল থেকে শুরু করে কৃষিজমিতে পরিকল্পনা করে নোনাজল ঢুকিয়ে দিয়ে সেখানে ভেড়ি বানানো, মহিলাদের উপর নির্যাতন, গরিব মানুষের উন্নয়নের টাকা লুঠ করে নিজেদের পকেট ভরানো । গত কয়েকদিনে এই ধরনের রাশি রাশি অভিযোগ উঠে এসেছে সন্দেশখালির ত্রাস শাহজাহান ও তাঁর দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ৷ তারই মধ্যে এবার সামনে হল তাদের টোটো কেলেঙ্কারি ৷

আরও পড়ুন :

  1. 'নারী নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নেব', গোপন ডেরা থেকে দাবি শিবুর
  2. 'শাহজাহান-শিবু গ্রেফতার না হলে অত‍্যাচার আরও বাড়বে', রাজ্যপালের সামনে ক্ষোভ প্রকাশ মহিলাদের
  3. বাম জমানায় সামান্য ঠিকাদার থেকে তৃণমূলের ব্লক সভাপতি! হলফনামায় কোটি টাকার সম্পত্তি শিবুর নামে

ABOUT THE AUTHOR

...view details