সন্দেশখালি, 21 ফেব্রুয়ারি: গুরু-শিষ্য, কেউ কারও থেকে কম যান না । 'গুরু' শাহজাহানের মতো তাঁর দুই 'শিষ্য' শিবু-উত্তমেরও কীর্তির শেষ নেই । অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে শাহজাহানের এই দুই শাগরেদ একাধিক গ্রামবাসীর কাছ থেকে 'কাটমানি' নিয়েছেন । কারও কাছ থেকে 30 হাজার তো কারও কাছ থেকে 40 অথবা 50 হাজার টাকা । তবে, শিবু-উত্তমদের পকেটে এই টাকা ঢুকলেও প্রতারিত গ্রামবাসীরা কিন্তু প্রকল্পের ছিটেফোঁটাও পাননি বলে অভিযোগ উঠেছে । সন্দেশখালিকাণ্ডের জেরে শিবু-উত্তম গ্রেফতার হতেই তাঁদের সেই কীর্তি এখন সামনে এসেছে । যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।
অভিযোগ, গতিধারা প্রকল্পে টোটো পাইয়ে দেওয়ার নামে অগ্রিম বাবদ অনেক টাকা নিয়েছিলেন শিবু-উত্তমরা ! বলেছিলেন, অগ্রিম টাকা দিলেই নতুন টোটো হাতে পাওয়া যাবে । সেই কথাতেই বিশ্বাস করে তাঁদের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়েছিলেন গ্রামের 42 জন বেকার ছেলে । তারপরও মেলেনি প্রকল্পের সুবিধা । প্রতারিতদের আরও দাবি, দীর্ঘদিন পরও প্রকল্পের সুবিধা না মেলার কারণ জিজ্ঞাসা করতে গেলে উত্তর না দিয়ে উলটে প্রতারিত যুবকদের কপালে জোটে শিবু-উত্তমদের লেঠেল বাহিনীর মারধর । এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়েও দেয় তারা।