পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারিবারিক বিবাদ ! বাজারের মধ্যে কাকা’কে কুপিয়ে মারল ভাইপো - MAN STABS TO DEATH

রাস্তায় ফেলে শেখ বাহাদুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে ভাইপো শাহাদাত শেখ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ।

Nephew Allegedly Stabs Uncle to Death
কাকা’কে কুপিয়ে মারল ভাইপো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 2:31 PM IST

রায়দিঘি, 5 নভেম্বর: বাজারের মধ্যে কুপিয়ে খুন । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘি থানার অন্তর্গত মহম্মদ নগর বোলের বাজার এলাকায় । নিহত ব্যক্তির নাম শেখ বাহাদুর (45)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বোলের বাজারে যান শেখ বাহাদুর । অভিযোগ, সেখানেই তাঁকে কুপিয়ে খুন করে ভাইপোর শাহাদাত শেখ । ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।

আহত অবস্থায় শেখ বাহাদুরকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের কারণে খুনের ঘটনা ঘটেছে । ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত । অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

বাজারের মধ্যে কুপিয়ে খুন (ইটিভি ভারত)

নিহতের পরিবারের এক সদস্য জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অশান্তি লেগেছিল । শেখ বাহাদুর অভিযুক্ত শাহাদাত শেখের সম্পর্কে কাকা হন । বহুদিন আগে কাকা-ভাইপোর মধ্যে একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিবাদ চলছিল ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই নিহত শেখ বাহাদুর একটি চায়ের দোকানে গিয়েছিলেন ৷ সেসময় অতর্কিতভাবে শেখ বাহাদুরের ওপর শাহাদাত শেখের দলবল হামলা চালায় । এরপর রাস্তায় ফেলে শেখ বাহাদুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । বাঁচার জন্য চিৎকার শুরু করে দেয় শেখ বাহাদুর ৷ তাঁর চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসলে পালায় দুষ্কৃতীরা । তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় শেখ বাহাদুরকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে শাহাদাত শেখ ও তার দলবল ।

ABOUT THE AUTHOR

...view details