কলকাতা, 19 অগস্ট: আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই হাসপাতালে অধ্যক্ষ সঞ্জীব ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল । বিশেষ করে চিকিৎসকদের একাংশ তথা প্রতিবাদীদের তরফ থেকে সেখানে এই দুর্নীতিচক্রের অভিযোগ তোলা হচ্ছিল । এবার আরজি করের দুর্নীতির তদন্ত করতে চার সদস্যের সিট গঠন করল নবান্ন ।
সোমবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে চার সদস্যের সিট গঠনের কথা ঘোষণা করা হয়েছে । এই সিটের মাথায় রয়েছেন স্বামী বিবেকানন্দ পুলিশ অ্যাকাডেমির দায়িত্বে থাকা আইজি প্রণব কুমার । এছাড়াও থাকছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ওয়াকার রাজা, থাকছেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র ও কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ।
আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তে সিট গঠনের বিজ্ঞপ্তি (ইটিভি ভারত) বলা হয়েছে আরজি কর নিয়ে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ নিয়ে এরা তদন্ত করবে এবং রাজ্য সরকারকে আগামী একমাসের মধ্যে রিপোর্ট দেবে ।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় রাজ্য রাজনীতি উত্তাল । প্রতিবাদ জানাচ্ছে সব মহল ৷ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন ৷ চলছে চিকিৎসকদরে কর্মবিরতিও ৷
ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ এই অবস্থায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল তা নিয়ে এবার পদক্ষেপ করল নবান্ন । এই অবস্থায় দেখার আন্দোলনকারীরা রাজ্য সরকারের এই পদক্ষেপকে কীভাবে ব্যাখ্যা করে । এছাড়াও রাজ্য সরকারের সিট কতটা দুর্নীতির তদন্তে সফল হয় সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল ৷