ডোমকল, 4 জানুয়ারি: নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের ডোমকলে একটি ভাড়া বাড়ি থেকে ওই নার্সের দেহ উদ্ধার হয়েছে ৷ মৃত নার্সের নাম আমিনা সুলতানা (26) ৷ বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায় ৷ কর্মসূত্রে তিনি ডোমকলের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
আপাতত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স হিসেবে কাজ করছিলেন ৷ স্বামী তানবির আজিজ জানান, শুক্রবার রাতেই তাঁর সঙ্গে কথা হয়েছিল ৷ এরপর এদিন সকালে তিনি মৃত্যুর খবর পান । তাঁর কথায়, "গতকাল রাত 11টায় আমরা একে অপরের সঙ্গে কথা বলেছিলাম ৷ ভিডিয়ো কলে কথা বলেছিলাম ৷ ও (স্ত্রী আমিনা) বলল, আমার শরীরটা খারাপ করছে, সকালে কথা বলব ৷ তারপর আমরা দু'জনেই ঘুমিয়ে পড়েছিলাম ৷ কথা বলতে বলতে হঠাৎ ফোন কেটে গিয়েছিল ৷ আমি ফোন করলাম, কেউ ধরল না ৷ সকালেও ফোন করলাম, ও ফোন ধরছিল না ৷"
সরকারি হাসপাতালের নার্সের অস্বাভাবিক মৃত্যু (ইটিভি ভারত) পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নার্সের হাতে স্যালাইনের চ্যানেল ছিল ৷ এদিকে, ভাড়া বাড়িতে কোনও স্যালাইনের বোতল পাওয়া যায়নি ৷ স্থানীয় সূত্রে খবর, ডোমকলের হাসপাতাল মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন আমিনা সুলতানা ৷ বন্ধ ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ ৷ এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, "মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷ পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের উপরও নির্ভর করা হচ্ছে ৷" পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে ওই নার্সের বিয়ে হয়েছিল ৷ শনিবার স্বামীর সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানেও যাওয়ার কথা ছিল ৷ মৃতের স্বামী তানবির আজিজ জানান, ডিউটি করে মাঝামাঝে অসুস্থ হয়ে পড়ত ৷ নিজে বাড়িতে স্যালাইন নিত ৷ দিন কয়েক আগে মুর্শিদাবাদের কান্দি থানার বহড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ৷ ওই চিকিৎসক কেন আত্মঘাতী হন, এখন তার ধোঁয়াশা কাটেনি ৷ এরইমধ্যে এদিন আরও এক নার্সের মৃত্যুর ঘটনা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷