ব্যারাকপুর, 25 ফেব্রুয়ারি: বিয়ের রাতে রহস্য মৃত্যু যুবকের ৷ এরপর সারারাত ব্যক্তির দেহ আগলে বসে রইলেন তাঁর স্ত্রী ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ঘোলা থানার নবপল্লি এলাকায় ৷ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম অভি দাস (35) ৷ পুলিশ যুবকের স্ত্রী বিউটি রায়কে আটক করেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভি ও বিউটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ কিন্তু, ওই বিয়েতে দুই পরিবারের কারও সম্মতি ছিল না ৷ তাই, তাঁরা দু'জনে বাড়ি থেকে পালিয়ে সোমবার বিয়ে করেছিলেন ৷ বিয়ের পর রাতে স্বামী-স্ত্রী দু'জনেই ঘোলার নবপল্লি এলাকার একটি ভাড়াবাড়িতে উঠেছিলেন ৷
অভিযোগ, রাতে বিবাহিত ওই দম্পতির মধ্যে কোনও কারণে গোলমাল হয় ৷ সেই সময় ব্যক্তির স্ত্রী বিউটি নিজের বাড়িতে চলে যেতে চান ৷ তাতে অভি বাধা দেন বলে অভিযোগ ৷ এরপর মঙ্গলবার সকালে বাড়ির মালিক দেখতে পান, ভাড়াবাড়ির মেঝের উপর বিছানায় অভির নিথর দেহ পড়ে রয়েছে ৷ পাশে বসে রয়েছেন তাঁর বিবাহিত স্ত্রী বিউটি ৷
অনেক ডাকাডাকির পরও ব্যক্তির কোনও সাড়া শব্দ না দেওয়ায় শেষে তিনি বিষয়টি জানান প্রতিবেশীদের ৷ এরপর সেখানে ভিড় করেন স্থানীয়রা ৷ প্রতিবেশীরাই খবর দেন ঘোলা থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এরপর তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ সেই সঙ্গে মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার জেরে এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷