বহরমপুর, 13 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ সারা বাংলায় আলোড়ন ফেলেছে । বিচার চেয়ে বাংলায় লক্ষ লক্ষ মানুষ এক ছাতার তলায় এসে চিকিৎসকদের আন্দোলনকে আরও তীব্র করেছেন । আরজি করের নির্মম ঘটনার প্রতিবাদ জানিয়ে বহু দুর্গা পুজো কমিটি সরকারি অনুদান নিতে অস্বীকার করেছে । এবার একই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন মুর্শিদাবাদের এক স্কুল শিক্ষক ।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শিক্ষারত্ন ফেরাচ্ছেন মুর্শিদাবাদের প্রাক্তন মাদ্রাসা শিক্ষক (ইটিভি ভারত) তাঁর নাম গোলাম মোস্তফা সরকার ৷ তিনি হরিহরপাড়া হাজি আলাম বক্স সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ৷ 2016 সালের শিক্ষক দিবসে তিনি শিক্ষারত্ন পেয়েছিলেন । পুরস্কার নিয়ে স্কুলে আনুষ্ঠনিকভাবে 25 হাজার টাকা আর্থিক সাম্মানিক ছাত্র উন্নয়ন তহবিলে তুলে দিয়েছিলেন । এখন পুরষ্কার, স্মারক, শংসাপত্র-সহ নিজের পকেট থেকে 25 হাজার টাকা রাজ্য সরকারকে ফিরিয়ে দিচ্ছেন । শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে করে একথা ঘোষণা করেন তিনি ।
বহরমপুরের ধোপঘাটি এলাকায় কংগ্রেসের শিক্ষক সংগঠনের একটি কনফারেন্স রুমে বসে তিনি আরও বলেন, ‘‘2016 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্কুলের ভালো কাজ কর্মের জন্য শিক্ষারত্ন পুরস্কার আমার হাতে তুলে দেওয়া হয় কলকাতার নজরুল মঞ্চে । তখন শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি হলেও বর্তমানে আরজি কর-কাণ্ডের জেরে এই পুরস্কার পেয়ে খুশি হতে পারছি না । রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়ে হালকা হতে চাই ।’’
তিনি জানান, তাই আরজি কর-কাণ্ডের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন করার জন্য এই পুরস্কার জেলাশাসকের হাত দিয়ে রাজ্য সরকারকে ফেরত পাঠাচ্ছেন । পাশাপাশি 25 হাজার টাকাও ফেরত দিচ্ছেন ৷ ওই শিক্ষক বলেন, ‘‘আজ আমি ডিএম অফিস, ডিআই অফিস, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন অফিসে এই পুরস্কার ফেরত দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছি । ডিআইয়ের হাতে স্মারক, শংসাপত্র তুলে দিচ্ছি । ট্রেজারির মাধ্যমে ফেরত দিচ্ছি 25 হাজার টাকা । আজ আমি হালকা হতে পারলাম ।’’