বাগুইআটি, 23 জানুয়ারি: বাঘাযতীন, কামারহাটির, ট্যাংরার পর এবার বাগুইআটি ৷ পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটল বিধাননগর পুরনিগমের 23 নম্বর ওয়ার্ডে জগৎপুরের নেতাজি পল্লিতে ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, পুকুর বুজিয়ে গড়ে উঠেছে বাড়িগুলো ৷ আর সেগুলো কয়েক বছরের মধ্যেই একে অপরের গায়ে হেলে পড়েছে ৷ যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷ তাই এই ঘটনার কথা জানাজানি হতেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝু্ঙ্কু মণ্ডল দাবি করেন, তিনি বাড়ি দুটি হেলে পড়ার ঘটনা জানতেনই না ৷ তবে জানার পর তিনি বিধাননগর পুরনিগমকে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন । তবে কাউন্সিলরের দাবি, তাঁর সময়ে এই বাড়িগুলি তৈরি হয়নি ৷ পূর্বতন তৃণমূল কাউন্সিলর আশা নন্দীর আমলে হয়েছে ।
জীবনহানিও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল ৷ তিনি বলেন, "বাড়ি হেলে পড়ার ঘটনাটা আমার অজানা ছিল ৷ আমি জানার পরই বিধাননগর পুরনিগমকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি ৷ এলাকায় লোক পাঠিয়েছি ৷ যত তাড়াতাড়ি সম্ভব আমি পুরনিগম ও মেয়র, কমিশনারকে বলব এই বিষয়ে ব্যবস্থা নিতে ৷ আমি গত দুই থেকে তিন বছর কাউন্সিলর হয়েছি ৷ বাড়িগুলি আমার আমলে হয়নি ৷ তবুও আমি দেখব কীভাবে এই বিপদ থেকে উদ্ধার করা যায় ৷ এরপর থেকে বাড়ির বিষয়ে আরও কড়া পদক্ষেপ নেব ৷"