পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুকুল, জানালেন ছেলে শুভ্রাংশু - Mukul Roy - MUKUL ROY

Mukul Roy Health Update: অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে থেকে বের করে নিউরো আইসিইউতে রাখা হয়েছে প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়কে ৷ বাবার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর দিলেন ছেলে শুভ্রাংশু রায় ৷

Mukul Roy Health Update
চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছেন মুকুল রায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 8:05 PM IST

Updated : Jul 6, 2024, 9:22 PM IST

কলকাতা, 6 জুলাই: পুরোপুরি সঙ্কট না কাটলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুকুল রায় ৷ বাবার স্বাস্থ্য নিয়ে এমনটাই জানালেন ছেলে শুভ্রাংশু রায়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছিল প্রবীণ নেতাকে ৷ এমনকী, ভেন্টিলেশনে থেকে বের করে নিউরো আইসিইউতেও রাখা হয় তাঁকে ৷ শনিবার সন্ধ্যায় তাঁর স্বাস্থ্য নিয়ে সংবাদ মাধ্যমকে শুভ্রাংশু জানালেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা ৷

বাবার স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন শুভ্রাংশু রায় (ইটিভি ভারত)

তিনি বলেন, "বাবা আইসিইউ-তে রয়েছেন ৷ অস্ত্রোপচারের পর ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। এখনও অবস্থা আশঙ্কাজনক ৷ তবে যেভাবে বাবাকে হাসপাতালে আনা হয়েছিল তার থেকে এখন ভালো ৷ চিকিৎসা ভালোভাবেই চলছে। ডাকলে সাড়া দিচ্ছেন।" এর সঙ্গে মুকুল পুত্র জানিয়েছেন, এই মুহূর্তে রাইস টিউবে তরল জাতীয় খাবার খাচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী। শুভ্রাংশুর কথায়, "চিকিৎসকরা বলেছেন যেহেতু নিউরোর সমস্যা তাই সুস্থ হয়ে উঠতে সময় লাগবে ৷ তবে আশা করা যায়, দ্রুত সুস্থ হয়ে যাবেন।"

শনিবার সকাল থেকে শোনা গিয়েছিল, মুকুল রায়কে দেখতে হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে শুভ্রাংশ জানান, দলের সবাই তার বিষয়ে খোঁজ করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী খুব ব্যস্ত মানুষ ৷ তাই উনি অন্যদের মারফত যোগাযোগ রাখছেন। এরই সঙ্গে শুভ্রাংশু জানিয়েছেন, শুধু তৃণমূল নয়, বিজেপি থেকেও অনেকে মুকুলের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

দিন কয়েক আগে কাঁচরাপাড়ায় নিজের বাড়িতেই আচমকা পড়ে যান মুকুল রায়। দু'বার বমিও করেন বলে জানা যায় ৷ এর পরেই সংজ্ঞাহীন প্রবীণ রাজনৈতিক নেতাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কল্যাণীর একটি হাসপাতালে। সেখান থেকেই তাঁকে নিয়ে আসা হয় কলকাতার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে।

সিটি স্ক্যান করার পর হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রবীণ নেতার মস্তিষ্কে বেশকিছুটা রক্ত জমাট বেঁধেছে ৷ এরপর নিউরোলজিস্ট চিকিৎসক এসএন সিংয়ের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়েছে বৃহস্পতিবার। উল্লেখ্য,বহুদিন ধরেই স্নায়ুর রোগের সমস্যায় ভুগছিলেন মুকুল রায় । এছাড়া সুগারও রয়েছে তাঁর। তার জন্য নিয়ম করে বাড়িতে ইনসুলিনও নিতেন ৷ এরপরই আচমকা দুর্ঘটনা ঘটে ৷ মুকুল রায়ের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক বিভাগের একজন করে কার্ডিয়োলজিস্ট।

Last Updated : Jul 6, 2024, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details