শ্রীরামপুর, 14 অক্টোবর: আবারও জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ৷ প্রশ্ন তুললেন, কীসের অনশন হচ্ছে ? হাসপাতালে গিয়েই সব শেষ হয়ে যাচ্ছে ৷ আমৃত্যু আর নেই, কটাক্ষ তাঁর ৷ সেই সঙ্গে অপর্ণা সেন-সহ একাংশ বিদ্বজনের মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব নিয়েও ব্যঙ্গ করতে শোনা গেল কল্যাণকে ৷
শ্রীরামপুরে দুর্গাপুজোর কার্নিভাল থেকে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে নিয়ে ব্যঙ্গ করতে শোনা গেল তৃণমূলের সাংসদকে ৷ তিনি বলেন, "অনশন, কীসের অনশন ৷ জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কোথায় হচ্ছে ৷ ওটা তো এখন হাঙ্গার স্ট্রাইক আপটু হসপিটালাইজেশন ৷ হাঙ্গার স্ট্রাইক নট আনটিল ডেথ ৷ সকালে অনশনে বসছে, আর সন্ধেয় গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে ৷ ওই হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্তই অনশন চলছে ৷ এটা কীসের আমরণ অনশন ?"
জুনিয়র ডাক্তারদের অনশনকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত) তবে, এ দিন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন শ্রীরামপুরের সাংসদ ৷ তাঁর বক্তব্য, "এরা ডাক্তারি করতে বা ডাক্তার হতে আসেনি ৷ এরা এসেছে নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার জন্য ৷ কলকাতায় নিরাপদ জায়গায় দশটা ক্যামেরার সামনে অনশন, আন্দোলন করা যায় ৷ গ্রাম বাংলায় এলে, মানুষজন বুঝিয়ে দেবে সব ৷" কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, আন্দোলনকারীদের ডাক্তার হওয়ার যোগ্যতা নেই ৷ এমনকি তাঁদের আন্দোলনকেও অর্থহীন বলে দাবি করেছেন তিনি ৷
অন্যদিকে, পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেনকেও এ দিন কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল অপর্ণা সেন-সহ একাংশ বিদ্বজনরা জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠিয়েছিলেন ৷ সেখানে অনশনকারীদের সঙ্গে রাজ্য সরকারের মধ্যস্থতা করতে চেয়েছিলেন তাঁরা ৷ যদিও, জুনিয়র ডাক্তাররা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ৷
শ্রীরামপুরে দুর্গাপুজোর কার্নিভালের সূচনা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ (নিজস্ব চিত্র) এ নিয়ে অপর্ণা সেনকে কুৎসিত ব্যঙ্গ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, "অপর্ণা মাসিদের মতো মহিলারা এমন ভাব দেখাচ্ছে, যে ওদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে এসেছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্যালিবার নেই ৷ দু-একজন এমন বলছে, যেন ওঁরা খেটে-খুটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দামই ছিল না ৷ অপর্ণা মাসিরা সব গুলিয়ে দিচ্ছে ৷"