পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্মরণে তেনজিং নোরগে; প্রথম এভারেস্ট জয়ীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি গৌতম দেবের - Everest Day 2024 - EVEREST DAY 2024

Tenzing Norgay Birth Anniversary: পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি ৷ 4 জুনের পর নতুন ইন্ডিয়া জোটের সরকার গঠন হলে তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি জানাবে শিলিগুড়ি পৌরনিগম ৷ এভারেস্ট দিবসে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব ৷

Tenzing Norgay Birth Anniversary
তেনজিং নোরগের প্রতিকৃতিতে মাল্যদান শিলিগুড়ির মেয়রের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 6:59 PM IST

শিলিগুড়ি, 29 মে: 4 জুনের পর নতুন সরকার (ইন্ডিয়া জোটের) গঠন হলে তার কাছে আরও একবার প্রথম এভারেস্ট শৃঙ্গ জয়ী তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানানো হবে । বুধবার তেনজিং নোরগের 110তম জন্মদিন ও 71তম এভারেস্ট দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । এ দিন শিলিগুড়ি পৌরনিগম, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ও শেরপা বোর্ডের যৌথ উদ্যোগে এভারেস্ট দিবস ও তেনজিং নোরগের জন্মদিবস পালন করা হয় । শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে তেনজিং নোরগের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন শহরের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ অন্যান্যরা ।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব (ইটিভি ভারত)

পাহাড়, তরাই, ডুয়ার্স কিংবা শুধুমাত্র উত্তরবঙ্গের নয় । গোটা বিশ্বের পর্বতারোহী-সহ উত্তর-পূর্ব ভারতের মানুষের তেনজিং নোরগের মতো এভারেস্ট শৃঙ্গ জয়ী পর্বতারোহীকে ভারতরত্ন দেওয়ার দাবি দীর্ঘদিনের । এই বিষয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা থেকে শিলিগুড়ি পৌরনিগমে শাসকদলের ক্ষমতায় আসা পর্যন্ত ওই একই দাবি রাখা হয়েছে কেন্দ্র সরকারের কাছে । শিলিগুড়ি পৌরনিগম ও রাজ্য সরকার ওই বিষয়ে কেন্দ্র সরকারের কাছে একাধিকবার দাবি জানালেও কাজ হয়নি । তাই এবার 4 জুনের পর কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার গঠন হলে সেই সরকারের কাছে নতুন করে তেনজিং নোরগেকে মরনোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানাবে শিলিগুড়ি পৌরনিগম ।

আরও পড়ুন:এভারেস্ট দিবসে তেনজিং নোরগেকে সম্মান জানিয়ে বিশেষ ট্রেকিং রুট

এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "জানি না কেন্দ্র সরকার তেনজিং নোরগেকে মরনোত্তর ভারতরত্ন দেওয়ার দাবিকে কেন গুরুত্ব দেয় না । এই দাবি দীর্ঘদিনের । এর আগেও একাধিকবার এই দাবি জানানো হয়েছে । দার্জিলিংয়ে বিজেপি তিনবার জয়ী হয়েছে । অথচ, এখানকার সাংসদ এই দাবিকে একবারও সংসদে তোলেনি । সে জন্য 4 জুনের পর যে নতুন সরকার গঠন হবে, তাদের কাছে আমরা আবারও এই দাবি জানাবো । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছেও সেই দাবি জানাবে পৌরনিগম । 26 জানুয়ারির প্রাক্কালে ওই ঘোষণা মুখ্যমন্ত্রী করবেন বলে আশাবাদী আমরা।"

আরও পড়ুন:তেনজিং নোরগেকে ভারতরত্ন দেওয়ার দাবি, এভারেস্ট দিবসে ফের সরব শিলিগুড়ি

ABOUT THE AUTHOR

...view details