শিলিগুড়ি, 29 মে: 4 জুনের পর নতুন সরকার (ইন্ডিয়া জোটের) গঠন হলে তার কাছে আরও একবার প্রথম এভারেস্ট শৃঙ্গ জয়ী তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানানো হবে । বুধবার তেনজিং নোরগের 110তম জন্মদিন ও 71তম এভারেস্ট দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । এ দিন শিলিগুড়ি পৌরনিগম, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ও শেরপা বোর্ডের যৌথ উদ্যোগে এভারেস্ট দিবস ও তেনজিং নোরগের জন্মদিবস পালন করা হয় । শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে তেনজিং নোরগের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন শহরের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ অন্যান্যরা ।
পাহাড়, তরাই, ডুয়ার্স কিংবা শুধুমাত্র উত্তরবঙ্গের নয় । গোটা বিশ্বের পর্বতারোহী-সহ উত্তর-পূর্ব ভারতের মানুষের তেনজিং নোরগের মতো এভারেস্ট শৃঙ্গ জয়ী পর্বতারোহীকে ভারতরত্ন দেওয়ার দাবি দীর্ঘদিনের । এই বিষয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা থেকে শিলিগুড়ি পৌরনিগমে শাসকদলের ক্ষমতায় আসা পর্যন্ত ওই একই দাবি রাখা হয়েছে কেন্দ্র সরকারের কাছে । শিলিগুড়ি পৌরনিগম ও রাজ্য সরকার ওই বিষয়ে কেন্দ্র সরকারের কাছে একাধিকবার দাবি জানালেও কাজ হয়নি । তাই এবার 4 জুনের পর কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার গঠন হলে সেই সরকারের কাছে নতুন করে তেনজিং নোরগেকে মরনোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানাবে শিলিগুড়ি পৌরনিগম ।