খড়গপুর, 21 মার্চ: অপারেশনাল গবেষণা, কোয়ান্টম মেকানিক্স, এআই, এমএল, বিগ ডেটা অ্যানালিটিকসের সঙ্গে ন্যানো-টেকনোলজি, তরল পদার্থের হাইড্রোডাইনামিক অধ্যয়ণ, কম্পিউটার সহায়ক নকশা-সহ নানা বিষয়ে পড়ুয়াদের গবেষণা ও পড়াশোনা সংক্রান্ত সুবিধার জন্য মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে খড়গপুর আইআইটি এবং ভারতীয় নৌ-সেনার মধ্যে ৷ নয়াদিল্লিতে নৌ-সেনার সদর দফতরে এই স্বাক্ষর হয়েছে ৷
আইআইটি ডিরেক্টর ভিকে তিওয়ারি বলেন, "এই চুক্তি অ্যাকাডেমিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে ৷ একইসঙ্গে প্রতিরক্ষা সম্পর্কিত প্রযুক্তিগুলির বৈজ্ঞানিক বোঝাপড়াকে বাড়িয়ে তুলবে ৷ ভারতীয় নৌ-সেনার আগ্রহের ক্ষেত্রগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে স্কলারশিপ পাওয়া ছাত্রদের গবেষণায় উপকারিতা মিলবে ৷ ভারতীয় নৌ-সেনা এবং আইআইটি খড়গপুরকে কৌশলগত সহযোগিতা বাড়াতে সাহায্য করবে ৷ এই চুক্তি আইএনএস শিবাজি, লোনাভালার সমন্বিত ৷" তিনি আরও জানান, এই চুক্তির মধ্য দিয়ে উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে।
এদিন সহকারী নৌ সদর দফতরের ম্যাটেরিয়াল (ডকইয়ার্ড ও রিফিট) প্রধান রিয়ার অ্যাডমিরাল কে শ্রীনিবাস এবং আইআইটি খড়গপুরের ডিন, প্রফেসর রিন্টু বন্দ্যোপাধ্যায়, আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক ভিকে তিওয়ারির উপস্থিতিতে মৌ চুক্তি স্বাক্ষর হয় ৷ মূলত এই চুক্তিতে গবেষণার ক্ষেত্রে যেগুলি সুবিধা হবে সেগুলি হল- প্রপালশন সিস্টেম, সিস্টেম এবং নিয়ন্ত্রণ, যন্ত্র এবং সেন্সর, শিল্প প্রকৌশল এবং অপারেশনাল গবেষণা সঙ্গে ন্যানো-টেকনোলজি এবং এমইএমএস, সিস্টেম ও সরঞ্জামের যান্ত্রিক নকশা অধ্যয়ণ, পৃষ্ঠ চিকিৎসা, ধ্বনিবিদ্যা নিয়ে পড়াশোনা-সহ আরও নানা বিষয়ে ।
অন্যান্য গবেষণা সহায়ত বিষয়ের মধ্যে রয়েছো কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্সের জন্য হুল অ্যাপেন্ডেজ ইন্টারঅ্যাকশন, হুল সি ইনলেট ইন্টারঅ্যাকশন, এরোডাইনামিক/প্লুম ট্র্যাজেক্টোরি, অপ্টিমাইজেশন অব স্ট্রাকচার। পাশাপাশি ইস্পাত-প্রযুক্তি শাখাও যুক্ত হয়েছে ৷ প্রসঙ্গত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর (আইআইটি) এক পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ৷ ইনস্টিটিউটটি বেশ কয়েকটি আন্তর্জাতিক এবং জাতীয় মিশন প্রকল্পে নিযুক্ত রয়েছে ৷