কোচবিহার, 21 জুলাই: শনিবারের পর রবিবার সকালেও বাংলাদেশ থেকে ভারতে ফিরল শতাধিক ডাক্তারি পড়ুয়া । এদিন সকালে 200 পড়ুয়া চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন । সেখান থেকে তাঁদের শিলিগুড়ি নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করে দেওয়া হয়।
রবিবার সকালে শতাধিক ডাক্তারি পড়ুয়া চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন (ইটিভি ভারত) এনিয়ে গত তিনদিনে প্রায় 250 পড়ুয়া ভারতে ফিরলেন । কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভারতের প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করেন । শুক্রবার থেকে তারা দেশে ফিরতে শুরু করেছেন । রবিবার 400 পড়ুয়ার ফেরার কথা। এদিন সকালে 200 পড়ুয়া ফিরে এসেছেন । তাদের সহযোগিতার জন্য বিশেষ ক্যাম্প খোলা হয়েছে । সবাইকে শিলিগুড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।
এদিন সকালে দেশে ফেরার পর তাদের শিলিগুড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর থেকে তাঁরা তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবেন। ভুটানের বিদেশমন্ত্রী ডি এন দুঙ্গাল জানিয়েছেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও রংপুর ডেন্টাল কলেজের 25 জন ডাক্তারি পড়ুয়া ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন । তারপর এঁদের ভুটানের বাসে করে ভুটানে ফিরিয়ে আনা হচ্ছে ।
প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এদের আন্দোলন অগ্নিগর্ভ হয়ে উঠলে গত কয়েকদিনে একশোরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে । বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে । এই পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপের পড়ুয়ারা ভারতের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে ফিরতে শুরু করেছেন । রবিবার দু'শোরও বেশি পড়ুয়া ভারতে ফিরেছেন ।