পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাঁচ জেলায় বাড়বে গরম-আর্দ্রতা! বিকেলে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায় - WEST BENGAL WEATHER FORECAST - WEST BENGAL WEATHER FORECAST

WEATHER UPDATE : কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিতে খানিক স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর ৷ বুধবারও সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শুক্রবার থেকে কমবে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ ৷

WEATHER UPDATEarat
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 7:11 AM IST

কলকাতা, 5 জুন: ফল ঘোষণার পর বঙ্গে নির্বাচনী পারদ খানিক নিম্নমুখী ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার আবহাওয়ার পারদও কিছুটা নিম্নমুখী হতে চলেছে ৷ গত কয়েকদিন ধরে দিনভর ভ্যাবসা গরমের শেষে সন্ধ্যা থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৷ পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া ও বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও গরম থেকে মিলেছে স্বস্তি । মঙ্গলবার, ভোট গণনার দিনও একই ছবি । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারের ছবিও খানিক একই রকম ৷ আজ দিনের আকাশ সাধারণত মেঘলাই থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

কেরলে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে এবং তা ক্রমশ অগ্রসর হচ্ছে । উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে ৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন উত্তরপূর্ব মুখী । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে সেটি ইসলামপুরের উপরে অবস্থান করছে । তবে বঙ্গোপসাগরের উপর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে ।

কেরলে বর্ষা প্রবেশের পরে ধাপে ধাপে মৌসুমী বায়ু উত্তর এবং পূর্ব দিকে প্রবেশ করতে শুরু করেছে । সাধারণত, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে 10 জুন । আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী দুই তিন দিনের মধ্যে বর্ষা কেরল এবং তামিলনাড়ুর সীমা ছাড়িয়ে কর্ণাটক ও রায়লসীমার দিকে প্রবেশ করবে । তারপর ক্রমশ পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে । তাই উত্তরবঙ্গে বর্ষা কিছুটা আগে ঢুকলেও দক্ষিণবঙ্গের এই বৃষ্টিকে মৌসুমী বায়ু প্রবেশের ইঙ্গিত বলা যায় ।

ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে গরমের কারণে অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গে ৷ আবহাওয়া অফিস বলছে, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । তার প্রভাবে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে । ফলে অস্বস্তিকর গরম এবং আর্দ্রতার বাড়াবাড়ি । পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম জেলায় আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে । জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে । ফলে এইসমস্ত জেলায় অস্বস্তি আরও বাড়বে বলে মত হাওয়া অফিসের ৷

উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি অব্যাহত । 5 এবং 6 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস । বিশেষত, উপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে এই দু'দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুক্রবার থেকে রবিবার অর্থাৎ 7, 8 এবং 9 তারিখ সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে । দু-একটি জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি হবে ।

মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 87 শতাংশ এবং সর্বনিম্ন 64 শতাংশ ।

ABOUT THE AUTHOR

...view details