কলকাতা, 5 জুন: ফল ঘোষণার পর বঙ্গে নির্বাচনী পারদ খানিক নিম্নমুখী ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার আবহাওয়ার পারদও কিছুটা নিম্নমুখী হতে চলেছে ৷ গত কয়েকদিন ধরে দিনভর ভ্যাবসা গরমের শেষে সন্ধ্যা থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৷ পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া ও বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও গরম থেকে মিলেছে স্বস্তি । মঙ্গলবার, ভোট গণনার দিনও একই ছবি । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারের ছবিও খানিক একই রকম ৷ আজ দিনের আকাশ সাধারণত মেঘলাই থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
কেরলে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে এবং তা ক্রমশ অগ্রসর হচ্ছে । উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে ৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন উত্তরপূর্ব মুখী । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে সেটি ইসলামপুরের উপরে অবস্থান করছে । তবে বঙ্গোপসাগরের উপর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে ।
কেরলে বর্ষা প্রবেশের পরে ধাপে ধাপে মৌসুমী বায়ু উত্তর এবং পূর্ব দিকে প্রবেশ করতে শুরু করেছে । সাধারণত, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে 10 জুন । আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী দুই তিন দিনের মধ্যে বর্ষা কেরল এবং তামিলনাড়ুর সীমা ছাড়িয়ে কর্ণাটক ও রায়লসীমার দিকে প্রবেশ করবে । তারপর ক্রমশ পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে । তাই উত্তরবঙ্গে বর্ষা কিছুটা আগে ঢুকলেও দক্ষিণবঙ্গের এই বৃষ্টিকে মৌসুমী বায়ু প্রবেশের ইঙ্গিত বলা যায় ।