পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলেও উত্তরে বৃষ্টি অব্যাহত, দক্ষিণবঙ্গে গরমের ঝোড়ো ইনিংস আর দু'দিন - West Bengal Weather Update

West Bengal Weather Report: মঙ্গলবারও দক্ষিণবঙ্গে গরম তার দাপুটে ইনিংস ধরে রাখবে ৷ সেইসঙ্গে আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ অন্যদিকে, সমতল যখন পুড়ছে পাহাড় তখন ভিজছে ৷ এই অবস্থা এখনও বজায় থাকবে উত্তরবঙ্গে ৷ এদিকে আগামী পরশু বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস ৷

West Bengal Weather Report
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 9:23 AM IST

Updated : Jun 11, 2024, 10:38 AM IST

কলকাতা, 11 জুন: ফের তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টিতে ধারাস্নান অব্যাহত। প্রাণান্তকর গরমে জেরবার দক্ষিণবঙ্গের মানুষ রসিকতা করে সোশালে লিখছেন, "উত্তরবঙ্গ থেকে একখানি মেঘ ধার দিতে পারো দক্ষিণবঙ্গের বুকে।" গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার যে পরিস্থিতি তাতে চাতক পাখিও বোধ হয় বৃষ্টির আশা ছেড়ে দিত। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা দক্ষিণবঙ্গে এবার দেরিতেই ঢুকতে চলেছে।

আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের (ইটিভি ভারত)

সোমবারের মতো আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর ঘর্মাক্ত গরমের পরিস্থিতি। আগামী আরও দুই দিন এই আর্দ্র আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে যখন উত্তরবঙ্গ ভিজবে তখন দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা। আগামিকাল বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতির জেরে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

  • আগামিকাল বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। বাদ যাবে না কলকাতাও।
  • পরশু বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহবিদরা। তবে 14 তারিখের আগে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে পূর্বাভাস দেওয়ার মতো জায়গায় নেই আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে পরিস্থিতি আলাদা। সমতল যখন পুড়ছে পাহাড় তখন ভিজছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় প্রতিদিনই। ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে ৷ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

সোমবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 85 শতাংশ ও সর্বনিম্ন 58 শতাংশ। আজ, মঙ্গলবার দিনের আকাশ ছিল আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 38 ডিগ্রি এবং 30 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

Last Updated : Jun 11, 2024, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details