পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিম্নচাপের হাত ধরে বর্ষার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, পাহাড়ে সেই দুর্যোগই - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

West Bengal Weather Report: দক্ষিণবঙ্গজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেনি, যা হওয়ার জন্য প্রয়োজন নিম্নচাপের। সেই প্রত্যাশিত নিম্নচাপ এবার সাগরে ঘনীভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে আটকে থাকা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সর্বত্র ছড়িয়ে পড়বে। এর জেরে আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গ ভিজবে ৷ উত্তরে দুর্যোগের পরিস্থিতি আপাতত জারি থাকবে বলে জানাল হাওয়া অফিস ৷

West Bengal Weather Report
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 8:51 AM IST

কলকাতা, 28 জুন: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুর্যোগ ডেকে নিয়ে এসেছে। দশদিন দেরিতে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও থমকে রয়েছে। দুর্বল আষাঢ় প্রত্যাশিত বৃষ্টি দিতে ব্যর্থ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে । শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।

আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সর্বত্র হওয়ার সম্ভাবনা ৷ আজ, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল এবং পরশু অর্থাৎ শনি ও রবিবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছেন সোমনাথ দত্ত। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ৷

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরের। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা আরও জানিয়েছেন, উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বেশি বৃষ্টির সম্ভাবনা। মালদা, দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চললেও বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে।

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় 0.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 88 শতাংশ, সর্বনিম্ন 66 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 2.1 মিলিমিটার। আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।

ABOUT THE AUTHOR

...view details