পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবিতে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে, হলুদ সতর্কতা উত্তরে - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

Monsoon Update In West Bengal: রবিবার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস জানাল, উত্তরবঙ্গজুড়ে এখন যে বৃষ্টি চলবে, তা প্রাক বর্ষার বৃষ্টি ৷ আজ অতি ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ৷ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে।

Today Rainfall and Weather Update
ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 7:40 AM IST

Updated : Jun 2, 2024, 7:51 AM IST

কলকাতা, 2 জুন: প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পূর্বাভাস মতো রাজ্যজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কেরলে বর্ষা প্রবেশের পরে তা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে অগ্রসর হয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে বর্ষা অনেকটাই ঢুকে পড়েছে। অরুণাচল প্রদেশেও একই পরিস্থিতি। আর তার জেরে উত্তরবঙ্গে কিছুটা আগেই বর্ষা প্রবেশের অনুকুল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী সাতদিন উত্তরবঙ্গজুড়ে বৃষ্টি চলবে, যাকে প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানাচ্ছেন আবহবিদরা।

আজ, রবিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পুরোটাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে।

এছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঠিক কবে প্রবেশ করবে, তা নিয়ে আগাম কিছু বলেনি আলিপুর আবহাওয়া দফতর। সাধারণত, 10 জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন পূর্বাভাস মতো বৃষ্টি বিঘ্ন ঘটায়নি। এখন প্রশ্ন 4 জুন, মঙ্গলবার ফল প্রকাশের দিন ব্যাঘাত ঘটাবে কি না? যদিও তা নিয়ে আলিপুর জানিয়েছে, বৃষ্টি হবে তবে বাধা হবে না।

শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 74 শতাংশ। আজ দিনের আকাশ মেঘলা থাকবে। ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Jun 2, 2024, 7:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details