আসানসোল, 11 নভেম্বর: সরকারি ফান্ড চলে গেল অন্য অ্যাকাউন্টে ! অদ্ভুতুড়ে কাণ্ড । আসানসোলের একটি সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ট্যাবের জন্য সরকারি ফান্ডের টাকা চলে গিয়েছে উত্তর দিনাজপুর জেলায় একটি ব্যাংকের শাখায় । সেই টাকা ওই অ্যাকাউন্টগুলো থেকে তুলে নেওয়াও হয়েছে । ঘটনার নেপথ্যে প্রতারণার অনুমান করে ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ । পাশাপাশি জেলার স্কুল পরিদর্শকের নজরেও আনা হয়েছে বিষয়টি ।
আসানসোলের কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 147 জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতাধীন হয়ে ট্যাব পাচ্ছে । সরকারি নিয়ম অনুসারে, এই ট্যাবের জন্য যে টাকা পাঠানো হয় সরকারের তরফে, তা ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ।
কিন্তু ওই স্কুলের 147 জন ছাত্রছাত্রীর মধ্যে সাতজন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি । বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টের বিবরণ যা তথ্য দেওয়া হয়েছিল, সেই অনুসারে টাকা উত্তর দিনাজপুরের একই ব্যাংকের অন্য একটি শাখায় চলে গিয়েছে । সেই টাকা তুলেও নেওয়া হয়েছে । ঘটনার কথা জানতে পেরেই মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের ৷