পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বড় ঘোষণা, হাসপাতাল থেকে বেরিয়ে কী বললেন মিঠুন? - লোকসভা নির্বাচন

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মহাগুরু মিঠুন ৷ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বড় ঘোষণা অভিনেতার ৷ তবে নির্বাচনী প্রচারে থাকবেন বলে জানালেন 'মহাগুরু' ৷

Etv Bharat
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 3:12 PM IST

Updated : Feb 12, 2024, 4:02 PM IST

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন

কলকাতা, 12 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের বাদ্যি বাজতে খুব দেরি নেই ৷ মিঠুন চক্রবর্তী কী প্রার্থী হবেন? হাসপাতাল থেকে বেরিয়ে 'ফিট' মহাগুরু রাজ্যবাসীকে দিলেন বিশেষ বার্তা ৷ তিনি বলেন, "ভোটে নামব না, প্রচারে থাকব ৷" তবে 1 তারিখ থেকে লাগাতার প্রচারে দেখা যাবে বলেই জানালেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন। তবে কেন ভোটে দাঁড়াবেন না? সে বিষয়ে মিঠুন চক্রবর্তী বলেন, "আমি যদি ভোটে দাঁড়াই তাহলে 42টা সিটে কী হবে?" তিনি আরও জানান, যদি কেন্দ্রের নির্দেশে রাজ্যের বাইরে প্রচারে পাঠানো হয়, তাহলেও তিনি সেখানে প্রচারে যাবেন ৷

অন্যদিকে, শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়দের সন্দেশখালি যাওয়ার পথে আটকানো প্রসঙ্গে মহাগুরু বলেন, "শুভেন্দু একজন শক্তিশালী নেতা ৷ তাঁকে আটকানো মুশকিল ৷ সব বাধা টপকে শুভেন্দুদা এগিয়ে যাবেন ৷" অসুস্থ মহাগুরুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিনেতা দেবও ৷ তিনি দেব প্রসঙ্গে বলেন, "পলিটিক্যাল কথা নয় ৷ দেব খুব ভালো ছেলে, জেনুইন ছেলে ৷ তবে পলিটিক্যালি নো কমেন্টস ৷" এদিন অভিনেতাকে সিএএ-এর বিষয়েও প্রশ্ন করা হলে তিনি জানান, পুরোটাই কেন্দ্রের বিষয় ৷ তিনি মুখপাত্র নন ৷

উল্লেখ্য, শনিবার আচমকাই অসুস্থ হয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় 'এমএলএ ফাটাকেষ্ট'কে ৷ পরীক্ষার পর জানা যায় 73 বছর বয়সি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী ইস্কেমিক সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) অফ ব্রেন-এ আক্রান্ত হয়েছেন ৷ অর্থাৎ তাঁর ব্রেন স্ট্রোকের চিকিৎসা চলে ৷ এরপর রবিবারও তাঁর স্বাস্থ্যের বেশকিছু পরীক্ষা করা হয় ৷ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছিল আগের তুলনায় ভালো আছেন অভিনেতা ৷ আপাতত তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

সোহম চক্রবর্তী প্রযোজিত 'শাস্ত্রী' ছবিতে শুটিংয়ের মাঝেই আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে নিজে যাওয়া হয় হাসপাতালে ৷ এরপর অভিনেতার রেডিয়োলজির পাশাপাশি মস্তিষ্কের এমআরআই হয় ৷ তখই তাঁর ব্রেনস্ট্রোকের বিষয়টি সামনে আসে ৷ অসুস্থ অভিনেতা তথা বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যান দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে, সুকান্ত মজুমদার, প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী ৷

উল্লেখ্য, এদিন হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতা সাংবাদিকদের মুখোমুখি হন ৷ অভিনেতা জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি ফিরবেন ছবির শুটিংয়ে ৷ জানান, আমি কাল থেকেও কাজ করতে পারি ৷ আমার চয়েস ৷ অনেকের কাজ আটকে রয়েছে ৷ আশা করি 19-20 তারিখ থেকে শুটিং শুরু করতে পারব ৷

আরও পড়ুন:

1. সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড

2.'আগে 100 দিনের টাকা এনে দিন', গ্রামবাসীদের বিক্ষোভে সন্দেশখালির পথে তাল কাটল রাজ্যপালের

3.অভিযুক্তরা সকলেই সম্ভবত গ্রেফতার হয়েছে, সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Last Updated : Feb 12, 2024, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details