চুঁচুড়া, 6 ফেব্রুয়ারি:নামবিভ্রাটে বড় ভুল করে ফেলল ইডি ৷ হানা দিয়ে ফেলল ভুল ঠিকানায় ৷ তারা চন্দননগর হরিদ্রাডাঙায় সন্দীপ সাধুখাঁর বাড়িতে হানা দিতে গিয়ে ভুল করে অভিযান চালাল চুঁচুড়ার সন্দীপ কুমার সাধুখাঁর বাড়িতে ৷ সাতসকালে ইডির কনভয়, কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দে ত্রস্ত হয়ে পড়ে চুঁচুড়ার ময়নাডাঙার সাধুখাঁ পরিবার ৷ গুঞ্জন শুরু হয়ে যায় প্রতিবেশীদের মধ্যে ৷ পরে ভুল ভাঙলেও এত বড় কেন্দ্রীয় সংস্থার এত বড় ভুল মেনে নিতে পারছেন না কেউই ৷ ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ যদিও, পরে প্রকৃত সন্দীপ সাধুখাঁর বাড়ি খুঁজে পায় ইডি ৷
মঙ্গলবার সাতসকালে এই ঘটনায় শোরগোল বাঁধল চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় ৷ স্থানীয় বাসিন্দা সন্দীপ কুমার সাধুখাঁ তখন ব্যবসার কাজে বেরোবার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ সকাল ন'টা নাগাদ আচমকা তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ায় বিরাট কনভয় ৷ সারি বেঁধে বাড়ির সামনে এসে থামে বেশ কয়েকটি গাড়ি ৷ মুহূর্তে গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ তাই দেখে স্থানীয় মানুষদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায় । হকচকিয়ে যায় সাধুখাঁ পরিবার ৷
এরপর ইডি আধিকারিকরা একে একে গাড়ি থেকে নেমে এসে সন্দীপ কুমার সাধুখাঁর বাড়ির দরজায় কড়া নাড়েন ৷ দরজা খুলে দিতেই একপ্রকার জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা ৷ তাঁরা গোটা বাড়িতে তল্লাশির প্রস্তুতি শুরু করে দেন ৷ এই কাণ্ড দেখে তখনও কিছু বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা ৷ এরপর তল্লাশির আগে মেমো নম্বরে সই করাতে গেলে সন্দীপ কুমার সাধুখাঁর ছেলে শুভদীপ দেখেন যে, তাঁর বাবার নামের বানান ভুল রয়েছে । এছাড়াও সেখানে চুঁচুড়া পুলিশ স্টেশনের কথা উল্লেখ ছিল না । সেই নিয়েই প্রশ্ন তোলেন শুভদীপ ।
তিনি আধিকারিকদের প্রশ্ন করেন, "আমি কেন সই করব । নাম ঠিক থাকলেও থানা ও বাবার নামের বানান ভুল রয়েছে ।" এরপরে ইডি আধিকারিকরা সন্দীপ কুমার সাধুখাঁর ভোটার ও আধার কার্ড দেখাতে বলেন । তারপরেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায় ৷ সন্দীপের দাবি, ইডি আধিকারিকরা ভুল হয়েছে বলে তাঁদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান । যদিও ততক্ষণে চাপা উত্তেজনা ছড়িয়ে পরিবারের সবার মধ্যে ৷ ইডি আধিকারিকদের দেখে প্রতিবেশীরাও এই নিয়ে চর্চা শুরু করেছেন ৷ ফলে এই ঘটনায় বেশ অসম্মানিত বোধ করে সাধুখাঁ পরিবার ৷