কলকাতা, 13 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মাঝে আবারও হামলা চলল কলকাতার অন্যতম সরকারি হাসপাতালে এসএসকেএমে । অভিযোগ, একাদশীর দিন অর্থাৎ রবিবার সকালে আচমকাই এসএসকেএম হাসপাতালে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী । হকি স্টিক ও উইকেট নিয়ে আক্রমণ করে তারা ৷ যার জেরে মাথা ফাটে রোগীর পরিবারের এক সদস্যের ৷ আহতের নাম সৌরভ মোদক ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷
জানা গিয়েছে, সোমবার সকাল 8টা নাগাদ এসএসকেএম হাসপাতালে হামলা চালায় একদল দুষ্কৃতী । হাতে হকি স্টিক ও উইকেট নিয়ে তারা সোজা চলে আসে ট্রমা কেয়ার বিভাগের সামনে । প্রায় 14-15 জন ব্যক্তি ভিতরে ঢুকে পড়ে । অভিযোগ, ওই সময় পুলিশ কার্যত পালিয়ে যায় । এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও মামলা রুজু হয়নি বলে জানা যাচ্ছে ।
তবে এ দিনের হামলার ঘটনায় ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা । তার সঙ্গে আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন ৷ তাঁদের প্রতিনিধিরা অনশনরত ধর্মতলায় ৷ তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম হল হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।