পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, গোষ্ঠীকোন্দল দেখছে বিজেপি - BOMBING IN DINHATA

যদিও বিরোধী দলের তোলা অভিযোগকে অস্বীকার করে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ৷ তাঁর দাবি, এটা দুষ্কৃতীদের কাজ ।

bombing in Dinhata
দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 4:27 PM IST

কোচবিহার, 8 জানুয়ারি: ফের কোচবিহারের দিনহাটায় বোমাবাজি ৷ এবার তৃণমূলের ব্লক সহ-সভাপতি বিশ্বনাথ কিন্নরের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের বাসন্তীরহাট বাজার সংলগ্ন এলাকায় ৷ যদিও রাতের অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে । নাজিরহাট ক্যাম্পের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

এ বিষয়ে অভিযোগকারী তৃণমূল নেতা বিশ্বনাথ কিন্নর বলেন, "গত 6 জানুয়ারি রাতে বাসন্তীরহাটে সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজি করে সমাজবিরোধীরা । সেই ঘটনায় আমি বিরোধিতা করেছিলাম, কারণ আমি কখনওই চাই না বাসন্তীরহাটে কোনওভাবে অশান্তি হোক । সেই ঘটনার জেরেই হয়তো সমাজবিরোধীরা আমার বাড়িতেও বোমাবাজি করে । বোমাবাজির ঘটনায় বাড়ির জানলার কাঁচ, দরজা-সহ বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় ।"

বোমাবাজিতে ভাঙল বাড়ির জানলার কাঁচ (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের বাসন্তীরহাট স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বোমাবাজির ঘটনা ঘটে । সেই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা বিশ্বনাথ কিন্নর । তারপরই গতকাল রাতে ওই নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ ।

এদিকে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে । বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, "তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ওই বোমাবাজির ঘটনা ঘটেছে ।" যদিও বিজেপির তোলা অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল ৷ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "এটা দুষ্কৃতীদের কাজ । পুলিশ তদন্ত করলেই সবটা পরিষ্কার হবে ।"

এদিকে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে । ইতিমধ্যে বিধানসভা ধরে ধরে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল । তার আগেই দিনহাটা বিধানসভা এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে ।

ABOUT THE AUTHOR

...view details