পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ পাটুলিতে ! আহত 2 কিশোর

কালীপুজোর মধ্যে কলকাতা শহরে বিস্ফোরণের ঘটনায় ছড়াল আতঙ্ক ৷ পাটুলি থানার পাশাপাশি তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷

BLAST AT PATULI
বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ পাটুলিতে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 2:05 PM IST

Updated : Nov 1, 2024, 2:40 PM IST

কলকাতা, 1 নভেম্বর: দীপাবলির পরের দিনেই কলকাতা শহরে বিস্ফোরণ ! বল ভেবে বিস্ফোরক নিয়ে খেলতে গিয়ে রক্তাক্ত হল দুই কিশোর ৷ দক্ষিণ কলকাতার পাটুলি থানা এলাকার ঘটনা ৷ আহত অবস্থায় দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ তাদের মধ্যে নবম শ্রেণির পড়ুয়া এক কিশোরের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, একটি মাঠে কালীপুজোর মণ্ডপের পিছনে একাধিক জিনিসপত্র মজুত করা ছিল ৷ আজ সকালে দুই কিশোর মাঠে গিয়ে সেখানে পড়ে থাকা একটি বস্তুকে বল ভেবে খেলতে যায় ৷ আর তখনই বিস্ফোরণ হয় বলে অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হঠাৎই একটি বিস্ফোরণের শব্দ হয় ৷ এলাকার বাসিন্দারা এবং পুজোর মণ্ডপের লোকজন ঘটনাস্থলে ছুটে যান ৷ তাঁরা দেখেন চারদিক ধোঁয়ায় ভরে গিয়েছে ও দুই কিশোর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ৷

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাটুলি থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ ঘটনাস্থলে গিয়েছেন, ডিসি সাব-আরবান বিদিশা কলিতা দাশগুপ্ত ৷ কীভাবে বিস্ফোরক সেখানে এল ? কে বা কারা বিস্ফোরক সেখানে রেখে গেল ? বিস্ফোরকটি কী জাতীয় ? এমন নানা প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা ৷

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে বিস্ফোরণস্থলটি ঘিরে ফেলেছে পুলিশ ৷ সাধারণ মানুষজন যাতে ঘটনাস্থলে ঢুকতে না-পারে, তার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে ৷ এলাকার সিসিটিভি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ৷ ঘটনার তদন্তে নেমে পাটুলি থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

লালবাজার সূত্রে খবর, ঘটনাস্থলে যেতে পারেন কলকাতা পুলিশের ফরেন্সিক বিশেষজ্ঞরা ৷ বিস্ফোরণস্থলের পাশে যে কালীপুজো হচ্ছে, সেখানকার কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ৷

Last Updated : Nov 1, 2024, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details