অশোকনগর, 23 নভেম্বর:প্রেমিকের সঙ্গে ঘুরতে বেড়িয়ে গণধর্ষণের শিকার 15 বছরের নাবালিকা ! গ্রেফতার প্রেমিক-সহ তার আরও দুই বন্ধু । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুই জন নাবালক । ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালক প্রেমিকের সঙ্গে বাইকে করে ঘুরতে যায় নির্যাতিতা ৷ সেই সময় নাবালিকাকে বাড়ির কাছে একটি স্কুল ঘরের পিছনে নিয়ে যায় অভিযুক্ত প্রেমিক । অভিযোগ, সেখানে নাবালিকাকে মদ্যপান করানো হয় । এরপর অভিযুক্ত সেখানে তার আরও দুই বন্ধুকে ডেকে নিয়ে আসে । তারপর মদ্যপ অবস্থায় তিনজনে মিলে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ।
নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ অশোকনগরে (ইটিভি ভারত)
সেখান থেকে কোনও মতে পালিয়ে বাঁচে নাবালিকা ৷ গভীর রাতে বাড়ি পৌঁছয় সে । বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় ৷ বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে পরিবার । ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ । ধৃত তিনজনকে নিয়ে ঘটনাস্থলে যান হাবড়ার এসডিপিও, সি আই হাবরা, হাবড়া থানার এসআই এবং অশোকনগর থানার ওসি । ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা । এরপর অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয় ৷
পুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা । স্থানীয় কাউন্সিলর বলেন, "অভিযোগ পেয়ে সময় নষ্ট করেনি পুলিশ ৷ শীঘ্রই পদক্ষেপ করেছে । অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে । তবে সময় থাকতে প্রশাসন সতর্ক হলে এই ধরনের ঘটনা ঘটত না ৷" তাঁর দাবি, এলাকায় রাত হলেই নেশা করার জন্য হাজির হয় সকলে । প্রশাসনকে বিষয়টি আগে জানানো হয়েছিল । অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, কাউকে গ্রেফতার করতে পারেনি ।