পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের হামলায় মাথা ফাটল সপ্তম শ্রেণির ছাত্রীর, আটক অভিযুক্ত - Minor Girl Attacked in Malda - MINOR GIRL ATTACKED IN MALDA

Minor Girl Attacked in Malda: বুধবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরে এক নাবালিকার ওপর হামলার অভিযোগ উঠেছে ৷ পাথর দিয়ে নাবালিকার মাথায় আঘাত করা হয় ৷ সপ্তম শ্রেণির ওই পড়ুয়া হাসপাতালে ভরতি ৷ পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে ৷

Hasrishchandrapur PS
হরিশ্চন্দ্রপুর থানা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 6:07 PM IST

মালদা, 15 অগস্ট: পাথর দিয়ে নাবালিকার ওপর হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে ৷ মাথা ফেটে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ওই পড়ুয়া । স্থানীয় বাসিন্দাদের অনুমান, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই ঘটনা ঘটিয়েছে ওই যুবক । অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তম শ্রেণির ওই পড়ুয়া বুধবার সন্ধে নাগাদ দাদুর বাড়ি থেকে ফিরছিল । সেই সময় এক যুবক সপ্তম শ্রেণির ওই পড়ুয়াকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে । পাথর লাগে ওই নাবালিকার মাথায় । ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই নাবালিকা । পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক । তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে হরিশ্চন্দ্রপুরের মশালদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

প্রাথমিক চিকিৎসার পর ওই নাবালিকাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় । পরে পরিবারের লোকজন তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ওই পড়ুয়া । স্থানীয় বাসিন্দাদের অনুমান, প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় অভিযুক্ত যুবক এই ঘটনা ঘটিয়েছে ।

যদিও জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে, বুধবার মশালদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি তথ্যের ভিত্তিতে ভালুকা ফাঁড়ি ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চিকিৎসকের সঙ্গে কথা বলেন । ওই নাবালিকার শরীরে কোনোরকম যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি । তবে ওই নাবালিকা কিছু বলার মতো পরিস্থিতে ছিল না । পরবর্তীতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আক্রান্ত নাবালিকার বক্তব্যের ভিডিয়োগ্রাফি করে ।

ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে, রেললাইনের ধার দিয়ে সে দাদুর বাড়ি থেকে ফিরছিল । সেই সময় এক অপরিচত যুবক তাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে । পাথরের আঘাতেই মাথা ফাটে তার । পুলিশের তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে 29 বছরের এক যুবককে আটক করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details