পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেশের বিচারব্যবস্থাকে 'প্রভাবমুক্ত' রাখাই আমাদের লক্ষ্য, অভিজিতের পাশে কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Arjun Ram Meghwal on Abhijit Gangopadhyay: বিচারপতির পদে ইস্তফা দেওয়ার পর বিজেপি যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত স্বাধীন, প্রভাবমুক্ত ৷ বিচারব্যবস্থার উপর বিরোধীদের তোপ দাগা নিয়ে কী বললেন কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী ?

Durgapur News
দুর্গাপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের বক্তব্য

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 7:30 PM IST

কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের বক্তব্য

দুর্গাপুর, 29 এপ্রিল: বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সোমবার দুর্গাপুরে প্রচারে আসেন কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । রাজস্থানের বিকানের থেকে তিনবার নির্বাচিত হওয়া এই সাংসদ একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ৷ এদিন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ করার পর বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গ নিয়ে কথা বলেন ৷

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "বিচারবিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি । কোনও একজন বিচারপতি তাঁর অবসরের পরে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেই পারেন । কংগ্রেস এবং তৃণমূল ইভিএম মেশিন নিয়েও প্রশ্ন তুলেছে । নির্বাচন কমিশন থেকে যখন তাদেরকে বারবার ডাকা হচ্ছে ইভিএম-এর কী ভুল তা দেখিয়ে দেওয়ার জন্য, তখন তারা যাচ্ছে না । ভারতবর্ষের এই সমস্ত স্বশাসিত সংস্থাগুলি যেভাবে কাজ করছে, তাতে ভারত এগিয়ে যাচ্ছে । তাদেরকে নিয়ে এরকম অযৌক্তিক প্রশ্ন না তোলাই ভালো ।"

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক রায় দিয়ে রাজ্যের মানুষের কাছে জনপ্রিয়তা আদায় করেছিলেন । কিন্তু হঠাৎই শিক্ষা দুর্নীতির বিচারের সঙ্গে জড়িত হাইকোর্টের এই বিচারপতি পদত্যাগ করে 18তম লোকসভা নির্বাচনে তমলুকের বিজেপি প্রার্থী হিসাবে নিজের নাম লেখান । তারপর থেকেই রাজ্য সরকার বিচারপতিদের ভূমিকা এবং বিচারব্যবস্থা নিয়ে সমালোচনায় সরব হয়েছে । এই বিষয় নিয়েই এদিন কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

এদিন তিনি বলেন, "যে তিনটি পিলার আমাদের দলের ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে । সামাজিক, ডিজিটাল এবং ফিজিক্যাল পরিকাঠামো । এই তিনটি পরিকাঠামোর উন্নতি করতে সামগ্রিক উন্নয়ন করতে পারলেই গোটা দেশ আরও এগিয়ে যাবে । এই মুহূর্তে আমাদের দেশ বিশ্বের বহু দেশকে পথ দেখাচ্ছে । বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের মধ্যে যখন যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন আমার দেশ কীভাবে সেই দেশগুলিকে ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি থেকে মুক্ত করবে সেই গুরু দায়িত্ব পালন করছে ।"

আরও পড়ুন :

  1. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ তুলে বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল
  2. 'অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন, জনগণ বিচার করবে', অভিজিৎকে আক্রমণ মমতার

ABOUT THE AUTHOR

...view details