আসানসোল, 30 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ বৃহস্পতিবার বিকেলে আসানসোলের বিএনআর মোড়ে আরজি কর-কাণ্ড নিয়ে একটি প্রতিবাদ সভায় এমনটাই অভিযোগ করেন সিপিআইএমের যুব সংগঠনের নেত্রী ৷ মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও এদিন সভায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী-সহ আসানসোলের একাধিক বাম নেতা ৷
মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন তাঁর বক্তব্যে বলেন, "আজ পশ্চিমবঙ্গের একটাই ইস্যু ৷ আরজি করের 31 বছর বয়সি যে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হল, তাঁর বিচার ৷ সেখানে কিছু লুকোতে গিয়ে তাঁকে ধর্ষণ করে খুন করা হল ৷ কারা মারল ? কারা ধর্ষণ করল ? কাদের প্রশ্রয়ে করা হল ? কাদের বাঁচাতে তথ্যপ্রমাণ লোপাট করা হল ? তাই এই ইস্যুতে, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে ৷ সিবিআই কার কাছে কী খেয়েছে, যে সন্দীপ ঘোষকে এখনও গ্রেফতার করতে পারছে না ?"