রায়গঞ্জ, 1 ডিসেম্বর: অশান্ত বাংলাদেশের পরিস্থিতি ৷ তাঁর আচ পড়ল এপার বাংলায় ৷ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের চৈনগর সীমান্তে এ বছর বন্ধ রইল মিলন মেলা । ইতিমধ্যে বিএসএফ এবং ব্লক প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে তা প্রচার করা হচ্ছে ৷ মেলা না হওয়ার সরকারি সিদ্ধান্ত এলাকাবাসীদের জানানো শুরু হয়েছে ।
উল্লেখ্য, প্রতিবছর উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালন এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা আয়োজিত হয় । মূলত, স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং বিএসএফের তত্ত্বাবধানে এই মেলা হয়ে থাকে । তবে এ বছর বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে এই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ ও ব্লক প্রশাসন ।
বাংলাদেশের পরিস্থিতির কারণে বন্ধ মিলন মেলা (নিজস্ব ভিডিয়ো) এমনকি বিএসএফ থেকে ওই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 176 ধারা জারির অনুমতি চাওয়া হয়েছিল জেলা প্রশাসনের কাছে । সেটি মঞ্জুর করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ।
রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঠিক নেই । তাই বিএসএফের তরফে মেলার জমায়েত রুখতে আবেদন জানানো হয়েছিল । তাই 176 ধারা জারি করা হয়েছে । কাঁটাতার সংলগ্ন এলাকায় যাতে কোনও জমায়েত না হয় তা দেখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে ।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সময় এপার-ওপার এক ছিল । এই স্মৃতি আঁকড়ে ধরে প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে হেমতাবাদের চৈনগর পঞ্চায়েতের মালন এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বসে মিলন মেলা । বাংলাদেশের শতাব্দী প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে কাঁটাতার মাঝে রেখে দু'দেশের মানুষ মিলিত হন । এবছর সেই মেলা হওয়ার কথা ছিল 6 ডিসেম্বর । কিন্তু বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এই বছর মেলা নিষিদ্ধ করেছে প্রশাসন ।
এবারে হচ্ছে না ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা (নিজস্ব ছবি) হেমতাবাদের চৈনগর-সহ আশপাশের এলাকায় মাইকিং করে প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হচ্ছে । প্রতি বছর ডিসেম্বরে দুই দেশের মানুষ কিছু সময়ের জন্য কাঁটাতারের দুই প্রান্তে দাঁড়িয়ে মিলন মেলায় শামিল হন । দুই প্রান্ত থেকে উপহার ছুড়ে দেওয়া হয় । কিন্তু এ বছর পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে মিলন মেলা । সীমান্তে বিএসএফের নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাঁটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে হেমতাবাদ থানার পুলিশ । মেলা বন্ধের খবরে মন খারাপ গ্রামবাসীদের ৷
ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা (নিজস্ব ছবি) স্থানীয় বাসিন্দা তপনকুমার দাস বলেন, "একসময় এখানে কাঁটাতারের বেড়া ছিল না, তখন দুই বাংলার মানুষ একসঙ্গে মিলিত হতে পারতাম । কাঁটাতার হওয়ার পর আমরা বছরে একটা দিন একে অপরের সঙ্গে দেখা করতাম এই মেলার মধ্যে দিয়ে । নিজেদের আত্মার সন্তুষ্টি হত । কিন্তু বাংলাদেশে যে অরাজকতা চলছে, সে কারণে প্রশাসন থেকে মাইকিং করে এই মেলা বন্ধ রাখার কথা বলেছে । মন খারাপ হলেও প্রশাসনের নির্দেশ মানতে হবে, কারণ বাংলাদেশে অস্থির পরিস্থিতি ।"
কাঁটাতারের মধ্যে দিয়েই কথা চলে কথা বিনিময় (নিজস্ব ছবি) অপর এক গ্রামবাসী মুজিবুর রহমান বলেন, "বাংলাদেশে আমার এক পিসি আছে । বছরের একটা দিন এই মেলায় আমাদের দেখা হত । তবে এ বছর বাংলাদেশের অশান্তির কারণে এই মেলা বন্ধ রয়েছে । বাংলাদেশ যেন শান্ত হয় এটাই চাই ।" গ্রামবাসী উত্তম বর্মনের কথায়, "এ বছর মেলা বন্ধ থাকায় মনটা খারাপ লাগছে ঠিকই, তবে প্রশাসন যেটা সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছে ৷ বাংলাদেশের যা অশান্তির খবর পাচ্ছি সেটা সত্যিই চিন্তার ।"
এ ভাবেই প্রতিবছর মিলন মেলায় মেতে ওঠে দুই বাংলার মানুষ (নিজস্ব ছবি) এই ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ঊষারানি বর্মন জানিয়েছেন, "এবছর মেলা হচ্ছে না । বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকিয়ে প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এলাকায় মাইকিং করা হয়েছে । এ বছর এই মেলা বন্ধ থাকায় মন ভারাক্রান্ত সকলেরই ।"