মালদা, 10 সেপ্টেম্বর: সরকারি নির্দেশ অনুযায়ী তাঁরা কাজ করেছেন ৷ যথাযথ নথিপত্র পেশ করে কাজের বরাত পেয়েছেন ৷ কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও তাঁদের টাকা মেটাচ্ছে না প্রশাসন ৷ এমনই অভিযোগ কালিয়াচক 2 নম্বর ব্লকের ঠিকাদারদের ৷ এনিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা ৷ কোনও কাজ হয়নি ৷ শেষ পর্যন্ত নিজেদের বকেয়া পাওয়ার দাবিতে তাঁরা বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন ৷
পথে নামলেন ঠিকাদাররা (ইটিভি ভারত) তাঁদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া না-মেটানো হলে বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবেন ৷ প্রয়োজনে নবান্ন অভিযানের হুমকিও দিয়েছেন ৷ মহত্মা গান্ধি রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের বিভিন্ন প্রকল্পের অধীনে কালিয়াচক 2 নম্বর ব্লকে বিভিন্ন সামগ্রী সরবরাহের কাজ করেছেন এই 134 জন ঠিকাদার ৷ 2019-20, 2020-21 ও 2021-22 অর্থবর্ষে সেই কাজ হয়েছে ৷ পুরো ব্লকে এই কাজে প্রায় 20 কোটি টাকার নির্মাণ সামগ্রী সরবরাহ করেছেন ঠিকাদাররা ৷
সেই সময় রীতিমতো সরকারি টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়েই কাজ করতে হয়েছে তাঁদের ৷ কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে গত দু'বছর ধরে পুরো রাজ্যে এই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ ৷ কিন্তু তার আগের তিন বছরের বকেয়াই এখনও পাননি ঠিকাদাররা ৷ বারবার আবেদন জানিয়েও বকেয়া না-পেয়ে শেষ পর্যন্ত কালিয়াচক 2 নম্বর ব্লক এমজিএনআরইজিএ ভেন্ডার অ্যাসোসিয়েশনের তরফে এদিন স্থানীয় বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয় ৷ মিছিল মোথাবাড়ি এলাকা প্রদক্ষিণ করে ৷
ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের সদস্য রাজীব চৌধুরী বলেন, "তিন বছর আগে পর্যন্ত আমরা এমজিএনআরইজিএ-এর বিভিন্ন প্রকল্পে সামগ্রী সরবরাহ করেছি ৷ প্রায় 20 কোটি টাকার কাজ হয়েছে ৷ এখনও সেই কাজের টাকা পাচ্ছি না ৷ সরকার আমাদের বকেয়া মেটাচ্ছে না ৷ বকেয়া পাওয়ার জন্য আমরা 134 জন ঠিকাদার আজ বিডিওকে ডেপুটেশন দিলাম ৷ দ্রুত বকেয়া মেটানো না-হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ৷ প্রয়োজনে নবান্ন'র সামনেও ধরনায় বসব ৷ বিষয়টি নিয়ে কিছু করার আশ্বাস দিয়েছেন বিডিও ৷"
বিডিও বিপ্রতীম বসাকের বক্তব্য, "এই ঠিকাদারদের এমজিএনআরইজিএ-এর বিভিন্ন স্কিমের টাকা বকেয়া রয়েছে ৷ সেই টাকার দাবিতে আজ তাঁরা আমার কাছে এসেছিলেন ৷ আমরা তাঁদের জানিয়েছি, প্রতিটি বিল অনুমোদনের জন্য আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি ৷ এনিয়েই তাঁদের সঙ্গে আলোচনা হল ৷ আলোচনায় তাঁরা সন্তুষ্ট হয়েছেন ৷"