পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়েন্ট পরীক্ষার জন্য রবিবার ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, এগোল প্রথম পরিষেবার সময় - Kolkata Metro

Blue Line Metro in Kolkata: পরীক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষার সঙ্গে জড়িত সকলের সুবিধার্থে ব্লু লাইনে পরিষেবা বাড়াল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, পরীক্ষার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিষেবা দেওয়া হবে ৷

Kolkata Metro
জয়েন্ট পরীক্ষার জন্য রবিবার ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 4:12 PM IST

কলকাতা, 25 এপ্রিল: আগামী রবিবার 28 এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । তাই সমস্ত পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার জন্য ওইদিন ব্লু লাইনে চলবে বাড়তি মেট্রো ৷ পাশাপাশি ওই দিন প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে । কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে ৷ পরীক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা যাতে সময়ের আগে নির্ঝঞ্ঝাটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তাই ওইদিন নর্থ-সাউথ করিডোরে মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

পরীক্ষার টাইম টেবিলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হবে মেট্রো পরিষেবা । ওইদিন ব্লু লাইনে সারাদিনে 140টি পরিষেবা দেওয়া হবে ৷ যার মধ্যে 70টি আপ লাইনে এবং 70টি ডাউন লাইনে চলবে । সাধারণত রবিবার যাত্রী সংখ্যা কম থাকে বলে 130টি পরিষেবা চালানো হয় সারাদিনে । কিন্তু 28 এপ্রিল রবিবার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা থাকার জন্য অন্যান্য রবিবারের থেকে 10টি পরিষেবা বাড়ানো হয়েছে ৷

জয়েন্ট পরীক্ষার জন্য রবিবার ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা
দিনের প্রথম পরিষেবা :
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল সাড়ে আটটায় ৷
  • দমদম থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে ছাড়বে সকাল সাড়ে আটটার সময় ।

দিনের শেষ মেট্রো :

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 27 মিনিটে । এক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকছে ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে ৷ সময় অপরিবর্তিত থাকছে ৷
  • দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ৷ সময় অপরিবর্তিত থাকছে।

    আরও পড়ুন :
  1. যাতায়াতের সময় কমায় জনপ্রিয় গ্রিন লাইন, পরিষেবায় পিছিয়ে দেশের প্রাচীনতম ব্লু লাইন
  2. জলের নীচ দিয়ে মেট্রোর দৌড়েও ধুঁকছে দেশের সবচেয়ে প্রাচীন পাতালরেলের নেটওয়ার্ক
  3. কাজ প্রায় শেষ, চালু হচ্ছে নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট মেট্রো পরিষেবা !

ABOUT THE AUTHOR

...view details