পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের কার্শিয়াংয়ের রাস্তায় দেখা মিলল কালো চিতাবাঘের - MELANISTIC LEOPARD IN KURSEONG

কালো চিতাবাঘের দেখা মিলতেই আতঙ্ক কার্শিয়াংয়ের পাহাড়ি গ্রামগুলিতে ৷ রাস্তা পেরনোর সময় একটি গাড়ির চালক ক্যামেরাবন্দি করে সেটিকে ৷

MELANISTIC LEOPARD IN KURSEONG
কার্শিয়ংয়ের পাহাড়ি রাস্তায় ক্যামেরাবন্দি কালো চিতাবাঘ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 7:52 PM IST

দার্জিলিং, 15 অক্টোবর: জঙ্গল ঘেরা পাহাড়ি রাস্তা ৷ হঠাৎই দূরে জঙ্গলের ভিতরে কিছু একটা নড়তে দেখে চালক গাড়ি থামিয়ে দেন ৷ গাড়ির কাঁচ তুলে মোবাইল ক্যামেরা অন করে ফেলেন তিনি ৷ আর জঙ্গলের ভিতরে নড়তে দেখা প্রাণীটি প্রকাশ্যে আসতেই, তাঁর চক্ষু চড়কগাছ ৷ কারণ, সেটি ছিল বিশাল এক কালো চিতাবাঘ ৷ হ্যাঁ, কার্শিয়াংয়ের পাহাড়ি রাস্তায় ফের একবার দেখা মিলল এই কালো চিতাবাঘের ৷

রাস্তা পেরিয়ে জঙ্গলে মিলিয়ে যায় সেটি ৷ সোমবার বিকেলে কার্শিয়াংয়ের বগোরা জঙ্গলে রাস্তা পারাপারের সময় ক্ষণিকের সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করেছেন গাড়ির চালক ৷ অন্যদিকে, কালো চিতাবাঘের সেই ভিডিয়ো প্রকাশ হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার গ্রামগুলিতে ৷ স্থানীয়রাই খবর দেন কার্শিয়াং বন বিভাগকে ৷

ফের কার্শিয়াংয়ের রাস্তায় কালো চিতাবাঘ (নিজস্ব ভিডিয়ো)

যদিও, পাহাড়ি এলাকায় ব্ল্যাক প্যান্থারের দেখতে পাওয়া গিয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে ৷ এই বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে বলেন, "পাহাড়ে এর আগেও কালো চিতাবাঘ বা মেলানিস্টিক লেপার্ডের (Melanistic Leopard) সন্ধান মিলেছে ৷ এটিরও খবর নেওয়া হচ্ছে ৷ কালো চিতাবাঘ আদতে সাধারণ চিতাবাঘের মতো ৷ জেনেটিক কারণে সেগুলির গায়ের রং পুরো কালো হয় ৷"

এর আগে চলতি বছরের 7 জুন কার্শিয়াং থেকে আট কিলোমিটার দূরে চিমনি এলাকার রাস্তায় কালো চিতাবাঘের দেখা মিলেছিল ৷ রাতে এক গাড়ির চালক চিমনি এলাকায় হোমস্টে-তে যাওয়ার সময় ওই কালো চিতাবাঘের ছবি ক্যামেরাবন্দি করেছিলেন ৷ সেবারেও গোটা এলাকায় ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়ার গুজব ছড়ায় ৷ এর আগে, 2020 সালে মিরিকের ওকাইতি চা-বাগান সংলগ্ন 9 নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় কালো চিতাবাঘ দেখা গিয়েছিল ৷

2022 সালে বক্সার জঙ্গল এবং জয়ন্তী এলাকাতে কালো চিতাবাঘের দেখেছিলেন স্থানীয়রা ৷ ওই বছরই মানেভঞ্জন সংলগ্ন এলাকায় এক কালো চিতাবাঘের দেহ উদ্ধার হয় ৷ তখন বন দফতর জানিয়েছিল, এলাকা দখল করতে গিয়ে দুই কালো চিতাবাঘের মধ্যে মারামারি হয় ৷ তার জেরে একটির মৃত্যু হয় ৷ লকডাউনের সময়ে দার্জিলিং শহরে ক্যামেরাবন্দি হয়েছিল কালো চিতাবাঘ ৷ উত্তরবঙ্গের নেওড়াভ্যালি এবং বক্সা টাইগার রিজার্ভে আনাগোনা রয়েছে কালো চিতাবাঘের ৷

2023 সালের 24 এপ্রিল দার্জিলিংয়ের চিত্রে বাজারের কাছে রাস্তা পার করতে দেখা যায় একটি কালো চিতাবাঘকে ৷ এরপর নভেম্বর মাসেও মিরিকে দেখা গিয়েছিল মেলানিস্টিক লেপার্ড ৷ দার্জিলিং পাহাড় ও ডুয়ার্স এলাকায় চিতাবাঘের সংখ্যা নেহাত কম নয় ৷ চা-বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় চিতাবাঘের সংখ্যা গত কয়েক বছরে দ্বিগুণ হয়েছে ৷ তবে, অন্যান্য জায়গার তুলনায় মিরিক, কার্শিয়াং, মহানন্দা অভয়ারণ্যে কালো চিতাবাঘের দেখা মাঝেমধ্যেই পাওয়া গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details