পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'হাওয়া ঘুরছে বুঝেই ষষ্ঠদফায় এত অশান্তি', অভিযোগ সেলিমের - LOK SABHA ELECTION 2024

Md Salim on 6th phase Election: শনিবার ষষ্ঠ দফার নির্বাচন মিটেছে ৷ এদিনও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায় ৷ এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহ সেলিমের দাবি, ভোটের হাওয়া ঘুরছে ৷

Md Salim
মহম্মদ সেলিম (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 12:16 PM IST

কলকাতা, 25 মে:প্রথম পাঁচ দফা ভোট গ্রহণে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল ৷ ষষ্ঠদফা ভোটের দিনে শনিবার তা একলাফে অনেকটাই বেড়েছে ৷ শনিবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আলিমুদ্দিন স্ট্রিটে জানান, হাওয়া ঘুরছে বুঝেই ষষ্ঠদফায় এত অশান্তি ৷ শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, বিভিন্ন প্রলোভন দিয়ে বাহিনীর অপব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লুঠ, ঝামেলা দেখে বোঝাই যাচ্ছে ভোট হচ্ছে না ৷ ভোটটা কে করাচ্ছে ৷ বিশাল আকারে হিংসা হচ্ছে ৷

কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ এ বিষয়ে সেলিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে এনডিএ শরিক, তখন থেকে মহিলাদের অপব্যবহার করেন তিনি ৷ দাবার বোরের মতো মহিলাদের ব্যবহার করা হচ্ছে ৷ তদন্তের দায়িত্ব পুলিশেরও আছে ৷ কিন্তু, তারা নিকম্মা ৷ বাংলায় আগে কখনও এমন হত না ৷ কিন্তু, তৃণমূল-বিজেপি এখন এসব করছে ৷ যে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠছে, তার দাদু তৃণমূল নেতা ৷ এদিকে ভোট লুঠ আটকাতে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে । অথচ, তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে ডেকে নিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন: কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল ডেবরায়

সেলিমের দাবি, "রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল হালে পানি পাচ্ছে না ৷ যেখানে গণ্ডগোল হচ্ছে সেখানে সঠিক ভোট পড়ার ব্যবস্থা করুক কমিশন ৷ কিন্তু, প্রশ্ন ঝামেলা হবে কেন ? কারণ, শাসকদলের হিসেব মিলছে না ৷ বাহিনী থাকলেও সঠিক ব্যবহার করা হচ্ছে না ৷ স্থানীয় পুলিশের হাতে ছেড়ে দিলে হবে না ৷"

জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, "ইসিআই লুকোচুরি করছে ৷ ইলেক্টরাল বন্ডের মতো ৷ বাধ্য হয়ে শেষ পর্যন্ত মোট ভোটের তথ্য সাইটে আপলোড করছে ৷ এখন হাওয়া পাল্টাচ্ছে ৷ যেখানে ভোট হচ্ছে সেখানকার তথ্য দ্রুত দিয়ে দেওয়া ভালো ৷ তা না হলে সন্দেহ জাগে ৷ পঞ্চায়েত-বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা আমাদের আছে ৷ হাওয়া ঘুরছে ৷ আমরা স্ট্রং রুম পাহারা দিচ্ছি ৷ অনেক জায়গায় আগের দিন রাতে ভয় দেখানো হয়েছে ৷ কেশপুর, গড়বেতা, নন্দীগ্রামের বহু জায়গায় প্রার্থীকে বসতে দেওয়া হয়নি ৷ বিজেপি তৃণমূল উভয় করছে ৷ বুথের 100 মিটারের মধ্যে জমায়েত হচ্ছে কী করে ?"

কলকাতার বউবাজার থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করেছে পুলিশ ৷ এ প্রসঙ্গে সেলিম বলেন, " গুজব রটানো হচ্ছে ৷ নির্বাচনের মধ্যে নতুন 144 ধারা জারি করা হয়েছে ৷ জুলাই পর্যন্ত 144 ধারা জারি করে দেওয়া হয়েছে ৷ বৌবাজরের ভিক্টোরিয়া, কেসি দাস এলাকায় নতুন করে ধারা লাগু করা হয়েছে ৷ ক্ষমতার অপব্যবহার কেন্দ্র রাজ্য উভয়ই করেছে ৷"

আরও পড়ুন: ময়নায় ভোটের দিনও পুলিশি হানা, ধরনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details