দার্জিলিং, 23 মার্চ: আগুনে পুড়ে ছাই 11টি দোকান ৷ শনিবার ভোররাতে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । নেপাল থেকে দমকলের ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণ করা হয় ৷ ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি এলাকার নেপালগামী এশিয়ান জাতীয় সড়ক ৷ এই জাতীয় সড়কের পাশে আছে একটি বাজার ৷ সেই বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে । এদিন ভোররাতে স্থানীয় বাসিন্দাদের প্রথমে আগুন লাগার ঘটনা চোখে পড়ে । প্রাথমিক ভাবে তাঁরা আগুন নেভাতে তৎপর হন তাঁরা। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে ৷ স্থানীয়রাই দমকলে খবর দেন ।
খবর পেয়েই নকশালবাড়ি দমকল কেন্দ্র থেকে দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে মাটিগাড়া ও শিলিগুড়ি থেকে দমকলের আরও দু’টি ইঞ্জিন এবং নেপালের মেচিনগর মিউনিসিপ্যালিটির থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
প্রাথমিকভাবে ব্যবসায়ীদের অনুমান, শর্ট-সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । অগ্নিকাণ্ডের জেরে কসমেটিকস, মুদিখানা, গাড়ির যন্ত্রাংশ তৈরির দোকান, কাপড়ের দোকান ও একটি হোটেল ভস্মীভূত হয়ে গিয়েছে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ, এসএসবি জওয়ান ও ব্যবসায়ীরা । ঘটনায় হতাহতের খবর না থাকলেও বহু টাকার ক্ষতি হয়েছে । তবে ক্ষতিপূরণের দাবি করেছেন ব্যবসায়ীরা।
ঘটনা প্রসঙ্গেই দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, "পানিট্যাঙ্কি সীমান্তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে । ক্ষতির পরিমাণ জেনে ব্যবসায়ীদের সাহায্য করা হবে।" অগ্নিকান্ডের ঘটনা স্বীকার করে নিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ মণ্ডল বলেন, "ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকার সবরকম সহযোগিতা করবে। কীভাবে আগুন লাগলো সেটাও খতিয়ে দেখা হবে।"
আরও পড়ুন:
- বানতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- জাতীয় সড়কে অগ্নিকাণ্ড, ভস্মীভূত রাঁচি থেকে কলকাতাগামী বাস
- কয়েকঘণ্টা পরেও দাসপুরে জ্বলছে ধূপের কারখানা, আগুন নেভানোর কাজে 6টি ইঞ্জিন