কলকাতা, 4 অগস্ট: নাগপুর ডিভিশনে কাজের জন্য রেলের দক্ষিণ-পূর্ব ডিভিশনে ফের বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন । এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হবে । শনিবার এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
বাতিল হওয়া ট্রেনের তালিকা :
18109 টাটানগর-এনএসসিবি ইটওয়ারি এক্সপ্রেস আগামী 06.08.2024 থেকে 18.08.2024 পর্যন্ত বাতিল থাকবে ৷
18110 এনএসসিবি ইটওয়ারি-তাতনগর এক্সপ্রেস আগামী 08.08.2024 থেকে 20.08.2024 পর্যন্ত বাতিল থাকবে ।
12834 হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস 10.08.2024 এবং 11.08.2024 তারিখে বাতিল থাকবে ৷
12833 আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস 13.08.2024 এবং 14.08.2024 তারিখে বাতিল থাকবে ৷
12860 হাওড়া-সিএসএমটি মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস 05.08.2024, 07.08.2024, 11.08.2024 এবং 12.08.2024 তারিখে বাতিল থাকবে ৷
12859 সিএসএমটি মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস 07.08.2024, 09.08.2024, 13.08.2024 এবং 14.08.2024 তারিখে বাতিল থাকবে ৷
18030 ও 18029 শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস 11.08.2024 থেকে 17.08.2024 পর্যন্ত বাতিল থাকবে ৷
22846 হাতিয়া-পুনে এক্সপ্রেস 05.08.2024 এবং 09.08.2024 তারিখে বাতিল থাকবে ৷
22845 ও 12812 পুনে-হাতিয়া এক্সপ্রেস 07.08.2024 এবং 11.08.2024 তারিখে বাতিল থাকবে ৷
12811 এলটিটি মুম্বই-হাতিয়া এক্সপ্রেস 18.08.2024 তারিখে বাতিল থাকবে ।
12222 হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস 15.08.2024 তারিখে বাতিল থাকবে ।
12221 পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস 17.08.2024 তারিখে বাতিল থাকবে।
20821 ও 20822 সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস 17.08.2024 তারিখে বাতিল থাকবে ।
22894 হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস 08.08.2024 এবং 15.08.2024 তারিখে বাতিল থাকবে ৷
22893 সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস 10.08.2024 এবং 17.08.2024 তারিখে বাতিল থাকবে ৷
12767 হুজুর সাহেব নান্দেদ-সাঁতরাগাছি এক্সপ্রেস 12.08.2024 তারিখে বাতিল থাকবে ।
12768 সাঁতরাগাছি-হাজুর সাহেব নান্দেড এক্সপ্রেস 14.08.2024 তারিখে বাতিল থাকবে ।
22905 ওখা-শালিমার এক্সপ্রেস 18.08.2024 তারিখে বাতিল থাকবে ।
22906 শালিমার-ওখা এক্সপ্রেস 20.08.2024 তারিখে বাতিল থাকবে ।
নাগপুর ডিভিশনে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা - Train Cancel in Nagpur Division
Train Cancel Liat: ফের বাতিল একগুচ্ছ ট্রেন ৷ যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল ৷ কী কারণে ট্রেন বাতিল ও কোন কোন ট্রেন বাতিল তা জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷
Published : Aug 4, 2024, 8:50 PM IST
যাত্রাপথ পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকা :
12151 এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস 14.08.2024 এবং 15.08.2024 তারিখে ছাড়বে । ট্রেনটি ভুসাওয়াল-ইটারসি-নিউ কাটনি-বিলাসপুর হয়ে যাবে ।
12152 শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস 16.08.2024 এবং 17.08.2024 তারিখে ছাড়বে । ট্রেনটি বিলাসপুর-নিউ কাটনি-ইটারসি-ভুসাওয়াল হয়ে যাবে ।
22512 কামাখ্যা এলটিটি মুম্বই এক্সপ্রেস 03.08.2024, 10.08.2024 এবং 17.08.2024 তারিখে ছাড়বে । ট্রেনটি বর্ধমান-আসানসোল-নিউ কাটনি-ইটারসি-ভুসাওয়াল হয়ে যাবে ।
22511 এলটিটি মুম্বই-কামাখ্যা এক্সপ্রেস 06.08.2024, 13.08.2024 এবং 20.08.2024 তারিখে ছাড়বে । ট্রেনটি ভুসাওয়াল-ইটারসি-নিউ কাটনি-আসানসোল-বর্ধমান হয়ে পৌঁছবে ।
13425 মালদা টাউন-সুরাত এক্সপ্রেস 10.08.2024 এবং 17.08.2024 তারিখে ছাড়বে । ট্রেনটি আসানসোল-নিউ কাটনি-ইটারসি-ভুসাওয়াল হয়ে পৌঁছবে ।
13426 সুরাত-মালদা টাউন এক্সপ্রেস 12.08.2024 এবং 19.08.2024 তারিখে ছাড়বে । ট্রেনটি ভুসাওয়াল-ইটারসি-নিউ কাটনি-আসানসোল হয়ে পৌঁছবে ।