পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনি ও রবিতে শিয়ালদা শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা - Sealdah Train cancelled

Train Cancellation at Sealdah Section: সপ্তাহান্তে ট্রেনে করে কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে ? বাধ সাধতে পারে ট্রেন ৷ কারণ শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় প্রায় 143টি ট্রেন বাতিল ৷ সেগুলি কোন শাখায় কী কী জেনে নিন এখনই ৷

Train Cancellation
Train Cancellation

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 1:08 PM IST

Updated : Mar 15, 2024, 5:29 PM IST

কলকাতা, 15 মার্চ: সপ্তাহান্তে ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ ৷ আগামী শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল করা হল একগুচ্ছ ট্রেন। মঙ্গলবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই ঘোষণা করা হয়েছে ।

বিজ্ঞপ্তি অনুসারে, শিয়ালদার উত্তর শাখার ট্রেন পরিষেবাকে আরও উন্নত এবং অত্যাধুনিক করার জন্য 16 ও 17 মার্চ ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ করা হবে । এই কাজের জন্যেই ওই সেকশনে দু'দিন একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । 1996 সাল থেকে ওই সেকশনে রুট রিলে ইন্টার লকিং ব্যবস্থায় ট্রেন চালানো হয় । তবে এবার সেই ব্যবস্থার পরিবর্তন ঘটতে চলেছে ৷ ইলেকট্রনিক ইন্টার লকিং পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে । আগামী শনিবার রাত 12 থেকে সোমবার ভোর 4টে পর্যন্ত চলবে এই কাজ ।

সাধারণত শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় 892টি ট্রেন চলাচল করে ৷ কিন্তু আগামী শনিবার ও রবিবার সে জায়গায় 749টি ট্রেন চলাচল করবে । অর্থাৎ 37 শতাংশ ট্রেন নন ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল করা হয়েছে । বাতিল ট্রেন সংখ্যা 143টি । এই কাজের জন্য শিয়ালদা-ব্যারাকপুর-নৈহাটি এবং শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি একাধিক ট্রেনের সময়সূচি এবং যাত্রাপথ পরিবর্তিত হয়েছে ।

অন্যদিকে দমদম ও কলকাতার মধ্যে ওই দু'দিন সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে । টালা-মাঝেরহাট সার্কুলার সেকশনে সাধারণত যতগুলি ট্রেন চলে তার চেয়ে অনেক কম সংখ্যক ট্রেন চলবে । এছাড়াও শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল ট্রেনগুলি জেনারেল ট্রেনে রূপান্তরিত করা হবে । 46টি ট্রেন দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে।

এর পাশাপাশি তিনটি নন রিজার্ভড মেল/ এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল-

  • 12383/84 শিয়ালদা-আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13177/78 শিয়ালদা-জঙ্গিপুর-শিয়ালদা এক্সপ্রেস
  • 13179/80 শিয়ালদা-সিউড়ি-শিয়ালদা এক্সপ্রেস ।

যদিও কোনও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়নি । শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজগামী ট্রেনের সময়সূচিতে অপরিবর্তিত রয়েছে ।

আরও পড়ুন:

  1. রবিবার ব্রিগেডে বা ডার্বির মাঠে যেতে চরম ভোগান্তি, বাতিল একগুচ্ছ ট্রেন
  2. ডবল লাইনের কাজের জন্য যাত্রাপথ পরিবর্তন একাধিক ট্রেনের
  3. শিবরাত্রি ও হোলি উপলক্ষ্যে একাধিক ট্রেন পরিষেবা পূর্বরেলের, জানুন সময়সূচি
Last Updated : Mar 15, 2024, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details