কলকাতা, 15 মার্চ: সপ্তাহান্তে ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ ৷ আগামী শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল করা হল একগুচ্ছ ট্রেন। মঙ্গলবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই ঘোষণা করা হয়েছে ।
বিজ্ঞপ্তি অনুসারে, শিয়ালদার উত্তর শাখার ট্রেন পরিষেবাকে আরও উন্নত এবং অত্যাধুনিক করার জন্য 16 ও 17 মার্চ ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ করা হবে । এই কাজের জন্যেই ওই সেকশনে দু'দিন একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । 1996 সাল থেকে ওই সেকশনে রুট রিলে ইন্টার লকিং ব্যবস্থায় ট্রেন চালানো হয় । তবে এবার সেই ব্যবস্থার পরিবর্তন ঘটতে চলেছে ৷ ইলেকট্রনিক ইন্টার লকিং পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে । আগামী শনিবার রাত 12 থেকে সোমবার ভোর 4টে পর্যন্ত চলবে এই কাজ ।
সাধারণত শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় 892টি ট্রেন চলাচল করে ৷ কিন্তু আগামী শনিবার ও রবিবার সে জায়গায় 749টি ট্রেন চলাচল করবে । অর্থাৎ 37 শতাংশ ট্রেন নন ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল করা হয়েছে । বাতিল ট্রেন সংখ্যা 143টি । এই কাজের জন্য শিয়ালদা-ব্যারাকপুর-নৈহাটি এবং শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি একাধিক ট্রেনের সময়সূচি এবং যাত্রাপথ পরিবর্তিত হয়েছে ।