পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাইকোর্টের রায়ে চাকরি গেল একই স্কুলের 36 শিক্ষকের, চিন্তায় অভিভাবকরা - SSC recruitment scam - SSC RECRUITMENT SCAM

SSC recruitment scam: কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গেল ফরাক্কার একই স্কুলের 36 জন শিক্ষকের ৷ এই নিয়ে চিন্তায় পড়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অভিভাবকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 6:22 PM IST

ফরাক্কা, 23 এপ্রিল: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ফরাক্কার একটি স্কুলেরই 36 জন শিক্ষক-শিক্ষিকার চাকরি একসঙ্গে বাতিল হল । 2016 সালের প্যানেলভুক্ত প্রায় 26 হাজার শিক্ষকের মধ্যে 36 জনই ছিলেন এই স্কুলে ৷ একসঙ্গে এতজনের চাকরি বাতিল হওয়ায় শিক্ষকের সংখ্যা অর্ধেকেরও নীচে নেমে এসেছে ৷ ফলে কীভাবে স্কুল চলবে তা ভেবে চিন্তায় পড়ে গিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । চিন্তায় অভিভাবকরাও ৷

ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুলের 36 জনের চাকরি বাতিল হয়েছে ৷ এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক মহলে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ সোহরাব আলি বলেন, "একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি চলে গেলে স্কুল চালাতে সমস্যা হবে । এখানে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দশ হাজারেরও অধিক ছাত্রছাত্রী রয়েছে ।"

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । তাতে প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষিকা ও গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে । 2016 সালের গোটা প্যানেলটিই বাতিল করা হয়েছে । আর এই প্যানেলেই ছিলেন ফরাক্কা থানার অর্জুনপুর হাইস্কুলের 36 জন শিক্ষক । এর মধ্যে 20 জন শিক্ষক এই স্কুলেই যোগ দিয়েছিলেন । বাকি 16 জন শিক্ষক মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এই স্কুলে যোগ দেন । বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ছিল 60 জন । আছেন সাতজন পার্শ্বশিক্ষক ।

এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি । 2016 সালের প্যানেলের তালিকাভুক্ত ছিলেন এখানকার 36 জন শিক্ষক-শিক্ষিকা । হাইকোর্টের রায়ে 36 জনেরই চাকরি গেলে স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা নেমে আসবে 24 জনে । মাত্র 24 জন শিক্ষক-শিক্ষিকাকে দিয়ে দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে পড়ানোর কাজ অসম্ভব বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷ গভীর চিন্তায় পড়েছেন অভিভাবকরাও ৷ কীভাবে স্কুলের পঠন পাঠন চলবে, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

  1. যোগ্য হয়েও চাকরিহারা, মন খারাপ প্রিয়াঙ্কার; নিজের চাকরি বাঁচলেও সমব্যাথী সোমা
  2. যোগ্য প্রার্থীদের চাকরি যাবে কেন? সুপ্রিম কোর্টে সুবিচার চান কোচবিহারের শিক্ষকরা
  3. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details