পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারিবারিক অশান্তির আঁচ পড়ল সালিশি সভায়, কুলতলিতে জখম 11 - FIGHT OVER FAMILY DISPUTE - FIGHT OVER FAMILY DISPUTE

Unrest over Family Dispute: পারিবারিক বিবাদের জেরে সালিশি সভায় ডেকে বেধড়ক মারধরের অভিযোগ ৷ কুলতলির ঘটনায় মহিলা-সহ আহত 11 জন ৷ হাসপাতালে চিকিৎসা চলছে ৷ পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Family Dispute
পারিবারিক অশান্তির জেরে মারধর (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 10:49 PM IST

কুলতলি, 8 জুন:পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভায় ডেকে বেধড়ক মারধরের অভিযোগ ৷ ঘটনায় আহত দু'পক্ষের 11 জন ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর গরান কাটি এলাকায় । স্থানীয়রাই দু'পক্ষের আহতদের উদ্ধার করে জামতলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসাধীন 7 জন ৷ দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ আহতদের মধ্যে 2 জনের অবস্থার অবনতি হলে তাঁদেরকে কলকাতায় পাঠানো হয় ।

সালিশি সভায় ডেকে বেধড়ক মারধর (ইটিভি ভারত)

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে আরমান মল্লিকের সঙ্গে আমিনুদ্দিন মল্লিকের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল ৷ সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত । দুই ভাইয়ের মধ্যে বিবাদে মেটাতে শুক্রবার সন্ধ্যায় সালিশি সভা ডাকা হয় ৷ অভিযোগ, সেই সালিশি সভায় যেতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় ৷ পরিবারের একপক্ষের উপর অপরপক্ষের এই হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় মহিলা-সহ 11 জন আহত হন ৷ সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভরতি করতে হয় ৷ দু'জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

আক্রান্ত আব্দুল হাইত মল্লিক বলেন, "জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভাইদের মধ্যে গণ্ডগোল ছিল । মীমাংসার জন্য গতকাল ডাকা হয়েছিল আমাদের । অভিযুক্তরা আগেভাগেই আমাদের মারধরের পরিকল্পনা করে রেখেছিল ৷ আমরা সেখানে পৌঁছতেই আমাদের উপর আক্রমণ চালায় অভিযুক্তরা । আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশ দিয়ে আমাদের উপর চড়াও হয় তারা । আমাদেরকে বেধড়ক মারধর করে ৷ পরিকল্পিতভাবে আমাদের খুন করার চেষ্টাও চালিয়েছে ওরা । স্থানীয়দের তৎপরতায় আমরা প্রাণে বেঁচেছি ৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন । আমরা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।"

যদিও গোটা বিষয় নিয়ে উভয়পক্ষের তরফেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি । সমস্ত বিষয় তদন্ত শুরু করে দেখছে কুলতলি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details