কুলতলি, 8 জুন:পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভায় ডেকে বেধড়ক মারধরের অভিযোগ ৷ ঘটনায় আহত দু'পক্ষের 11 জন ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর গরান কাটি এলাকায় । স্থানীয়রাই দু'পক্ষের আহতদের উদ্ধার করে জামতলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসাধীন 7 জন ৷ দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ আহতদের মধ্যে 2 জনের অবস্থার অবনতি হলে তাঁদেরকে কলকাতায় পাঠানো হয় ।
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে আরমান মল্লিকের সঙ্গে আমিনুদ্দিন মল্লিকের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল ৷ সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত । দুই ভাইয়ের মধ্যে বিবাদে মেটাতে শুক্রবার সন্ধ্যায় সালিশি সভা ডাকা হয় ৷ অভিযোগ, সেই সালিশি সভায় যেতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় ৷ পরিবারের একপক্ষের উপর অপরপক্ষের এই হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় মহিলা-সহ 11 জন আহত হন ৷ সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভরতি করতে হয় ৷ দু'জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।