আলিপুরদুয়ার, 9 জুলাই:গন্ডারের শিং পাচারের দায়ে এক ব্যক্তিকে 3 বছর কারাদণ্ডের সাজা দিল আলিপুরদুয়ার আদালত । কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তিকে 25 হাজার টাকা জরিমানাও করা হয়েছে । সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রবীন্দ্র রায়(66)। তার বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। সময়ের মধ্যে তদন্ত শেষ হওয়ার ফলে দ্রুত সাজা ঘোষণা হল রবীন্দ্রর ।
জানা গিয়েছে, ধৃত রবীন্দ্রকে আলিপুরদুয়ার এসিজেএম আদালতে তোলা হয় । সুপ্রিম কোর্টের গাউডলাইন মেনে দ্রুত বিচার প্রক্রিয়া চলে । রবীন্দ্র সংশোধনাগারে থাকা অবস্থায় বিচার প্রক্রিয়া চলে এই মামলায় । বন্যপ্রাণীর দেহাংশের বেআইনিভাবে কেনাবেচা ও সিডিউল ওয়ান বন্যপ্রাণীর দেহাংশ রাখার অভিযোগে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে 1972-এর ধারা অনুযায়ী রবীন্দ্র রায়ের সাজা ঘোষণা করা হয়েছে ৷ আদালতের তরফে তিন বছরের জেল ও 25 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরও দুই মাসের সাজা শুনিয়েছেন বিচারক ।