পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত হল পরিষেবা

বিকেলের ব্যস্ত সময় প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয় ৷ ফলে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের ৷

MAN JUMPS IN FRONT OF METRO
এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিলেন এক যুবক ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 11 ডিসেম্বর: আবারও কলকাতা মেট্রোর পরিষেবা ব্যাহত হল বুধবারের ব্যস্ত সময়ে ৷ আবারও একজন মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছেন বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে এদিন বিকেল 4টে 15 মিনিটে ৷ এসপ্লানেড স্টেশনের আপ লাইনে বছর তিরিশের এক যুবক মেট্রোর সামনে ঝাঁপ দেন ৷ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, এদিন বিকেলে এসপ্লানেড মেট্রো স্টেশনের আপ লাইনের প্ল্যাটফর্মে এ-মাথা থেকে ও-মাথা ঘোরাঘুরি করছিলেন ওই যুবক ৷ দক্ষিণেশ্বরমুখী লাইনে ট্রেন ঢোকার সময় প্ল্যাটফর্মের মুখেই ঝাঁপ দেন ৷ তবে, চালক দ্রুততার সঙ্গে ব্রেক কষেন ৷ ফলে ট্রেনে সামনেই আটকে যান তিনি ৷

খবর পেয়ে দ্রুত স্টেশন মাস্টার এবং আরপিএফ ঘটনাস্থলে পৌঁছায় ৷ খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে ৷ তাঁরা আহত অবস্থায় ওই যুবককে লাইন থেকে বের করে আনেন ৷ সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর মাথায় ও হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে ৷

তবে, এই ঘটনার জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ বিকেলের ব্যস্ত সময়ে প্রায় এক ঘণ্টা মেট্রো পরিষেবা ব্যাহত হয় ৷ যার জেরে নাজেহাল হতে হয় যাত্রীদের ৷ বিকেল 5 টা নাগাদ পরিষেবা শুরু হলেও, মেট্রোতে ভিড় অত্যাধিক বেড়ে যায় ৷ ফলে পরিষেবা স্বাভাবিক হতেও বেশ খানিকটা সময় পেরিয়ে যায় ৷

(চরম পদক্ষেপ কোনও সমাধান নয় ৷ যদি আপনার মধ্যে কখনও চরম পদক্ষেপ নেওয়ার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ABOUT THE AUTHOR

...view details