পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাত দখলের মাঝেই মহানগরে মদ্যপানের আসরে বন্ধুকে কুপিয়ে খুন যুবকের ! - Man hacks friend to death - MAN HACKS FRIEND TO DEATH

Man hacks friend to death: আরজি কর-কাণ্ডে রাত দখলের মাঝেই মহানগরে মদ্যপানের আসরে বন্ধুকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARAT
মদ্যপানের আসরে বন্ধুকে কুপিয়ে খুন যুবকের ! (প্রতীকী চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 1:00 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে যখন রাস্তায় নেমে রাত জাগছে শহর, তখনই মহানগরের বুকে মদের আসরে বসে বন্ধুকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ চপার দিয়ে তিনি কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ ৷ গতকাল রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে চেতলা থানার অন্তর্গত পীতাম্বর ঘটক লেনে । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের দক্ষিণ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনায় সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই । অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি ৷ আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করব । তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন- সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ।"

খাস কলকাতায় গতকাল আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে রাত দখলের কর্মসূচির সময়ই এই হত্যাকাণ্ডে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে । ধৃতের নাম কোপান মণ্ডল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চেতলা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, গতকাল রাত বারোটা নাগাদ চেতলা থানার পীতাম্বর ঘটক লেনের সিআইডি আবাসনে একটি নির্জন জায়গায় বসে মদ্যপান করছিলেন কোপান মণ্ডল ও তাঁর এক বন্ধু ৷

অভিযোগ, সেই সময় আচমকাই কোপান মণ্ডলের স্ত্রীকে নিয়ে কটূক্তি করতে থাকেন তাঁর ওই বন্ধু । এই নিয়েই প্রথমে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় । অভিযোগ, এরপর কোপান তাঁর বাড়িতে গিয়ে একটি ধারালো চপার নিয়ে আসেন এবং সেই চপার দিয়ে তিনি সেখানেই বন্ধুকে কোপাতে শুরু করেন ৷

এলাকার লোকজন ঘটনাস্থলে এসে কোপানকে ধরে ফেলেন । এরপর খবর যায় চেতলা থানায় । চেতলা থানার পুলিশ গিয়ে গোটা ঘটনাস্থল ঘিরে ফেলে । অভিযুক্তকে গ্রেফতার করা হয় । উদ্ধার করা হয়েছে তাঁর রক্তমাখা চপার ।

ABOUT THE AUTHOR

...view details