পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালিকাকে ধর্ষণ, বৃদ্ধের 10 বছরের কারাদণ্ড

নাবালিকা প্রতিবেশীকে ধর্ষণ করায় ব্যক্তিকে 10 বছরে সশ্রম কারাদণ্ডের নির্দেশ ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

RAPE GRANDDAUGHTER BY OLD MAN
কারাদণ্ডের নির্দেশ আদালতের (নিজস্ব চিত্র)

জলপাইগুড়ি, 7 অক্টোবর: নাবালিকা প্রতিবেশীকে ধর্ষণের ঘটনায় 10 বছরে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা পকসো আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

অন্যদিকে, পকসো আদালতের বিচারক ইন্দোবর ত্রিপাঠি আর্থিক সহয়তা বাবদ নির্যাতিতা নাবালিকাকে 2 লক্ষ টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছেন লিগ্যাল সার্ভিস অথরিটিকে। পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, এই ঘটনা ঘটেছিল 2020 সালের 4 ডিসেম্বর জলপাইগুড়ি সদর ব্লক এলাকায়।

জানা গিয়েছে, নাবালিকার পরিবার তিস্তার চরে কৃষি কাজ করে সংসার চলায়। যে কারণে ঘটনার দিন নির্যাতিতার বাবা বাড়ির বাইরে ছিলেন। অন্যদিকে তার মা এক আত্মিয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করা হ। শুধু তাই নয়, এই ঘটনা বাড়িতে না বলার জন্য ভয়ও দেখায় ওই ব্যক্তি । অভিযুক্ত ওই ব্যক্তি নাবালিকার প্রতিবেশী বলেই জানা গিয়েছে। নাবালিকার মা বাড়িতে এসে মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞসা করতেই সে সমস্ত কিছু খুলে বলে।

সব কিছু জানার পরেই পরিবারের পক্ষ থেকে গত 5 ডিসেম্বর 2020 সালে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই থানার পক্ষ থেকে পকসো আইনের মামলা দায়ের করে। পুলিশ আট জনের সাক্ষ্য গ্রহণ করেছে। এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত 61 বছরের ওই ব্যক্তিকে 2021 সালের 14 জানুয়ারিতে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিচারাধীন ছিল মামলা। যদিও এদিন অভিযুক্তকে আদালতে তোলার সময় সে দাবি করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details