শান্তিপুর, 10 ডিসেম্বর: সাতসকালে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির ৷ ট্রেনের তলায় ঢুকে গিয়ে টুকরো টুকরো মোটরবাইক ৷ ছিন্নভিন্ন দেহ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালিবাড়ি এলাকায় ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম শংকর রায় ৷ বয়স আনুমানিক 45 বছর । পেশায় কাপড় ব্যবসায়ী । বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগরে । শান্তিপুর স্টেশন থেকে সকাল 8টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয় । মঙ্গলবারও শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন ছেড়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল । গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হতেই মোটরবাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি ।
ব্যবসায়িক কারণে এ দিন সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন শংকর রায় । ট্রেনের আওয়াজ শুনতে না-পাওয়ায় একটি ছোট গলি দিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন বলে জানা গিয়েছে । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তা পার হতে গিয়ে তাঁর মোটরবাইক ট্রেনের তলায় পড়ে যায় । ওই ব্যক্তি ট্রেনের চাকায় সঙ্গে প্রায় হাত কুড়ি এগিয়ে যায়। শরীরের বেশিরভাগ অংশ ছিন্নভিন্ন হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ । পরিবারের লোকজনও সেখানে আসে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে ৷