পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাত্র 20 টাকার জন্য কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুনে অভিযুক্ত ছেলে - SON MURDERED MOTHER

মালদার হবিবপুরের ঘটনা ৷ মৃতের নাম আরতি সিংহ ৷ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

SON MURDERED MOTHER
মাত্র 20 টাকার জন্য কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুনে অভিযুক্ত ছেলে (প্রতীকী ছবি-ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 8:53 PM IST

মালদা, 26 নভেম্বর: মাত্র 20 টাকার জন্য মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের মধ্যম কেন্দুয়া গ্রামে ৷ ঘটনার পর উত্তেজিত মানুষজন ‘মাতৃহন্তা’ ছেলেকে বেঁধে রাখেন ৷

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় হবিবপুর থানার পুলিশ ৷ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে রক্তাক্ত কুড়ুলটিও ৷

মাকে খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ৷ (নিজস্ব চিত্র)

মৃতার নাম আরতি সিংহ ৷ বয়স 56 বছর ৷ স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুর 3টে নাগাদ আরতিদেবীর ছেলে চয়ন তাঁর কাছে 20 টাকা চায় ৷ 22 বছর বয়সী চয়ন পেশায় সাইকেল মেকানিক ৷ তবে কিছুদিন ধরে কোনও কাজ করতেন না ৷ আরতিদেবী ছেলেকে বলেন, তাঁর কাছে টাকা নেই৷ তিনি টাকা দিতে পারবেন না ৷

স্থানীয়দের দাবি, এই নিয়ে মা ও ছেলের বচসা শুরু হয় ৷ বচসা চলাকালীনই চয়ন হঠাৎ কুড়ুল দিয়ে মায়ের মাথায় কোপ মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আরতিদেবীর ৷ একথা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় ৷ তাঁরা উত্তেজিত হয়ে চয়নকে বেঁধে রাখেন ৷ তবে তাকে মারধর করেনি কেউ ৷

আরতিদেবীর বোন বন্দনা সিংহ বলেন, “তখন আমি বাড়িতেই ছিলাম ৷ একটি ছেলে আমার বাড়ি গিয়ে জানায়, দিদি নাকি মরে পড়ে রয়েছে ৷ খবর পেয়েই দৌড়ে আসি ৷ দেখি, দিদি আর বেঁচে নেই ৷ মাথা থেকে রক্ত বেরিয়েই যাচ্ছে ৷ শুনলাম, ছেলে দিদির কাছে 20 টাকা চেয়েছিল ৷’’

মাত্র 20 টাকার জন্য কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুনে অভিযুক্ত ছেলে (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘দিদি গরিব মানুষ ৷ মিলে কাজ করত৷ সকালে কাজে যেত, রাতে ফিরত৷ ওর কাছে হয়তো টাকা ছিল না ৷ তাই ছেলেকে টাকা দিতে পারেনি ৷ এনিয়ে দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তখনই ছেলে কুড়ুল দিয়ে মাথায় কোপ মেরে দিদিকে মেরে ফেলে ৷ ছেলে আগে ভালোই কাজ করত ৷ এখন কোনও কাজ করে না ৷ সারাদিন ঘরে বসে থাকে ৷ তবে সিগারেট-বিড়ি ছাড়া ও কোনও নেশা করত না ৷ পুলিশ ওকে ধরে নিয়ে গিয়েছে ৷”

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিকা সিংহ বলেন, “বাবার বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম ৷ রাস্তাতেই শুনতে পাই, আমাদের বাড়ির সামনে ছেলে তার মাকে খুন করেছে ৷ শুনেই এখানে চলে আসি ৷ দেখি, প্রচুর পুলিশ আর মানুষজনের ভিড় ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ ছেলেকেও থানায় নিয়ে গিয়েছে ৷”

মাত্র 20 টাকার জন্য কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুনে অভিযুক্ত ছেলে (নিজস্ব চিত্র)

হবিবপুর থানার এক আধিকারিক বলেন, “অভিযুক্ত ছেলে চয়ন সিংহকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত কুড়ুলটিও উদ্ধার করা হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আগামিকাল মালদা মেডিক্যালে পাঠানো হবে ৷ ধৃতকে জেরা করে খুনের মোটিভ জানার চেষ্টা চলছে ৷ সে কোনও নেশায় আসক্ত কি না, তা জানারও চেষ্টা চলছে ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷”

ABOUT THE AUTHOR

...view details