কলকাতা, 6 মে:মমতা বন্দ্যোপাধ্যায় কদর্য রাজনীতি করছেন। শহরে ফিরে সোমবার সন্ধ্যায় এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত সপ্তাহে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরই রাজ্য ছেড়ে কেরলে চলে যান রাজ্যপাল। দিন তিনেক বাদে ফিরলেন। বিমান থেকে নেমে বিমানবন্দর চত্বরেই রাজ্যপাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। একাধিক বিষয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে আক্রমণও করেন তিনি।
রাজ্যপাল শুরুতেই বলেন, "আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আমি কোনও কথা বলব না ৷ কারণ, আমি নিজেই অভিযুক্ত।" এরপরই তিনি বলতে শুরু করেন, "আমি রাজনীতির উর্ধে থাকার চেষ্টা করেছি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও সে কথা জানেন। রাজনীতির উর্ধে থাকলেও সমস্ত দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। সব দলের নেতারাই জানেন, আমার সঙ্গে যোগাযোগ করা কঠিন কাজ নয়। শাসক দলের নেতাদের সঙ্গেও আমি কথা বলেছি।"
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার আক্রমণ করেন সাংবিধানিক প্রধান। তাঁকে বলতে শোনা যায়, "ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি সবসময় ভালো কথা বলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও আমি উচ্চ ধারণা রেখে এসেছি। প্রতিটা মুহূর্তে তাঁকে নিজের সাংবিধানিক সহকর্মীই মনে করে এসেছি।" ঠিক এখানেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেন রাজ্যপাল। তিনি জানান, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বৃত্তে টেনে নিয়ে এসেছেন। আর যে ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে তা থেকে তিনি মনে করতে বাধ্য হচ্ছেন, মমতা কদর্য রাজনীতিতে বিশ্বাস করেন।