কলকাতা, 22 অগস্ট: ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে কড়া আইন চান মুখ্যমন্ত্রী । যেভাবে সারা দেশে প্রতিদিন ধর্ষণ ও খুনের ঘটনার বাড়ছে, তাতে উদ্বিগ্ন তিনি । বৃহস্পতিবার এই বিষয় নিয়ে নবান্ন সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । 15 দিনে দোষীদের সাজা দেওয়া যায়, এমন কেন্দ্রীয় আইন চাইছেন বাংলার প্রশাসনিক প্রধান ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক (ইটিভি ভারত) মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন, তাতে তিনি লিখেছেন, দেশে ধর্ষণ ও খুনের ঘটনা ক্রমেই বাড়ছে ৷ প্রতিদিন সারাদেশে 90টি করে ধর্ষণের ঘটনা ঘটছে । আর এই অবস্থায় এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কড়া আইন দরকার । প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠিতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 15 দিনের মধ্যেই সমস্ত ঘটনার বিচার করে সাজা নিশ্চিত করার বিষয়টিও বলা হয়েছে ।
এই মুহূর্তে আরজি কর ইস্যুতে রাজপথে প্রতিবাদ আছড়ে পড়ছে । হাসপাতালে হাসপাতালে চলছে কর্মবিরতি ও প্রতিবাদ । যদিও আজ সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পথ থেকে সরে আসার জন্য অনুরোধ করেছে । আর এসবের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় কড়া আইন তৈরির দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ৷ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চিঠি (নিজস্ব ছবি) প্রসঙ্গত, এবারই প্রথম নয়, আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ধর্ষণ ও ঘটনায় কড়া আইনের প্রয়োজনীয়তার কথা শোনা গিয়েছে । এ দিন প্রধানমন্ত্রীকে এ বিষয়ে সক্রিয় হওয়ার জন্যই অনুরোধ করেছেন তিনি ৷ কারণ, এই ধরনের ঘটনা রোখার জন্য কড়া আইন প্রয়োজন বলে তিনি মনে করছেন ।
গত সোমবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মিছিলের পর সভা থেকে দোষীদের ফাঁসির দাবি পর্যন্ত তিনি করেছিলেন । এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই ধরনের ঘটনা আটকানোর জন্য আইন চাইলেন তিনি ।
উল্লেখ্য, এ দিন সকালেই ক্রমবর্ধমান ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘‘গত 10 দিনে আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন সারা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে সুবিচারের দাবি করছে । ঠিক তখনও দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে । ভারতের বিভিন্ন প্রান্তে 900 জনকে ধর্ষণ করা হয়েছে ৷ প্রতিদিন গড়ে 90টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে অর্থাৎ প্রত্যেক ঘণ্টায় চারটি এবং প্রত্যেক 15 মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে ।’’
অভিষেক আরও লেখেন, ‘‘অথচ এতকিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান এখনও পর্যন্ত বের করা যায়নি । পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ধর্ষণবিরোধী কঠোর আইন কতটা জরুরি হয়ে পড়েছে দেশে । এমন একটা আইনের প্রয়োজন যা অপরাধের 50 দিনের মধ্যে ধর্ষককে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করবে । সঙ্গে নিশ্চিত করবে তার দ্রুত কঠোর শাস্তির । কোনও সার্বত্তাহীন প্রতিশ্রুতি দেবে না সমস্ত রাজ্যগুলির উচিত এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করা এবং কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা ।’’
এরপর বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তর থেকে এই নিয়ে সরব হলেন ৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া আইন চাইলেও 50 দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করার কথা বলছেন । আর মুখ্যমন্ত্রী বলছেন 15 দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করার কথা ।