রায়না, 3 মে:রাজ্যপালের বিরুদ্ধে 'শ্লীলতাহানির অভিযোগে এখন সরগরম রাজ্য রাজনীতি ৷ অভিযোগ ওঠার পরেই 'চক্রান্ত' তত্ত্বে অডিয়ো বার্তা দিয়ে রাজভবন ছেড়ে কেরলে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই আবহে শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের রায়না-2 ব্লকের সভা থেকে কড়া ভাষায় রাজ্যপালের নিন্দায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন সভামঞ্চ থেকে রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে তৃণমূল সুপ্রিমো বলেন, "একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ৷ তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় ? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন, আমার মন্ত্রী কেন এসব আপনাকে বলেছে? শুনে রাখুন, আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা এসেছে ৷ কিন্তু আমি কোনও দিন কোনও কথা বলিনি ৷ কালকে মেয়েটির কান্নায় আমার যন্ত্রণা হয়েছে ৷ সন্দেশখালি নিয়ে বলার আগে এসব নিয়ে ভাবুন ৷ মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পর পর দুবার শ্লীলতাহানি করেছেন ৷"
একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে সরগরম পূর্ব বর্ধমান। শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে রায়না-২ ব্লকে সভা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিয়ে রাজভবন শ্লীলতাহানি কাণ্ডে কড়া ভাষায় রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মোদি-বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷