কলকাতা, 2 অক্টোবর:নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে বলেছিলেন, 'উৎসবে ফিরুন' । তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে নিয়ে কম বিতর্ক হয়নি । জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সেলিব্রিটি, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পালটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সকলেই । বুধবার দেবীপক্ষের সূচনায় এই মন্তব্যের ব্যাখ্যা করলেন তিনি ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ হাতিবাগান থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে । এখন এটা চলবে । অনেকেই বলেন কেন পুজো করব ! কেন উৎসব করব ! আমাদের 12 মাসে তেরো পার্বণের কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি । আমরা সব কাজ করি আবার ধর্ম-কর্মও মানি । আমাদের নীতি হল সর্বধর্ম সমন্বয় ।’’
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র) এ দিন নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের মুখপত্রের উৎসব সংখ্যার প্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠান হয় ৷ প্রতিবারের মতো এবারও তৃণমূল নেত্রীর হাতেই সেই উৎসব সংখ্যা প্রকাশিত হয় ৷ তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব প্রসঙ্গে এই কথা বলেন ৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে, একটা টান আছে । রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলা যায়, সবারে করি আহ্বান-- এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘অনেক বড় বড় পুজো এখন কলকাতায় হয় । জেলাতেও ভালো পুজো হয় । সবাইকে বলব নিজের এলাকায় শান্তি বজায় রেখে পুলিশকে সহযোগিতা করতে । অনেক মানুষ পুজো দেখতে আসবেন । তাদের সহযোগিতা করুন । প্রবীণ শিশু ও মা-বোনেদের একটু খেয়াল রাখুন ।’’
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র) এ দিন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘উৎসবের আনন্দের মাঝেও বানভাসী মানুষের পাশে থাকুন । প্রশাসন তার মতো করে সাহায্য করছে । আপনারাও সাহায্য করুন । আমি আমার মতো করে চেষ্টা করেছি । আমার দলের লোকেরাও অনেক সাহায্য করেছে ।’’
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র) মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘‘যারা মানুষের সেবা করেন, কাজটা করেন নিঃশব্দে । যাঁরা কাজটা করেন না, তাঁরা বকম বকম করে শুধু । বকে বেশি । আমি চাই কথা কম কাজ বেশি । এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত ।’’
এ দিন নজরুল মঞ্চ থেকে তাঁর কথা ও সুরে এবারের পুজো অ্যালবামেরও প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।