পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওড়িশায় বার্ড ফ্লু : সীমান্ত সিল করে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর - Mamata banerjee on Bird Flu - MAMATA BANERJEE ON BIRD FLU

Mamata Banerjee on Bird Flu Scare in Odisha: বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক প্রতিবেশী রাজ্যে ৷ সেই কারণে সীমান্ত সিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া এমপক্স রুখতেও নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিলেন তিনি ৷

Mamata Banerjee
বার্ড ফ্লু আতঙ্ক নিয়ে সতর্ক থাকার বার্তা মমতার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 5:35 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: ওড়িশায় বার্ড ফ্লুর কারণে সীমান্ত সিল করা নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্নের সভাঘরে বিভিন্ন দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি এই নিয়ে প্রশাসনকে সতর্ক হওয়ার বার্তা দিলেন । একইসঙ্গে এমপক্স নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন তিনি ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের কাছে খবর এসেছে ওড়িশায় বার্ড ফ্লু হচ্ছে । ইতিমধ্যেই প্রাণী সম্পদ দফতরের তরফ থেকে এই নিয়ে আমাদের সতর্ক করা হয়েছে । আমি ইতিমধ্যেই ওই রাজ্যের সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছি । বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বিশেষ নজরদারির কথা বলা হয়েছে ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "যারা ব্যবসা করতে চান করুন আপত্তি নেই । কিন্তু পচা জিনিস নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না । বাংলায় এখনও পর্যন্ত এ ধরনের কোনও খবর নেই । যেহেতু প্রতিবেশী রাজ্যে এই সমস্যা হচ্ছে তাই আমাদের সতর্ক থাকতে হবে ।" একইসঙ্গে রেলের ওপরও নজরদারি রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী । তিনি মনে করছেন, সীমান্ত সিল করা হলেও রেলপথে অন্য রাজ্য থেকে বার্ড ফ্লু সংক্রমিত জিনিসপত্র এখানে আসতে পারে । রেলের সঙ্গেও এই বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে বৈঠক করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, "বার্ড ফ্লু সংক্রমণ কমলে আবার সীমান্ত খুলে দেওয়া হবে এবং তাদের জিনিসপত্র নেওয়া হবে ৷ কারওর খাবার নিয়ে আমাদের কিছু বলার নেই । কিন্তু যাতে কেউ অসুস্থ না হয় সেই জন্যই এই সর্তকতা ।"

একই সঙ্গে এদিন এমপক্স নিয়েও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । ইতিমধ্যে দেশের কয়েকটি জায়গায় এই সংক্রমণ চোখে পড়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশ দেন ম্যালেরিয়ার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে । একই সঙ্গে বার্ড ফ্লু এবং এম পক্সের জন্যও একজন নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছেন । এক্ষেত্রে করোনাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা চিকিৎসক যোগীরাজের সাহায্য নেওয়ার জন্যও তিনি স্বাস্থ্য দফতরকে সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details