পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

41 ডিগ্রি উপেক্ষা করে দুই প্রার্থীকে নিয়ে মালদায় চার কিমি হাঁটলেন মমতা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee's Campaign in Malda: প্রবল গরমেও প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা হেঁটে মঙ্গলে প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে মালদায় এদিন জোড়া জনসভা করেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee
চার কিমি রোড শো মমতার

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 10:56 PM IST

মালদা, 30 এপ্রিল:খাতায়-কলমে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রির আশেপাশে। কিন্তু অনুভূত হচ্ছে হয়তো 43 বা আরও বেশি ৷ মঙ্গলবার এমনই তপ্ত দুপুরে মালদা টাউনে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উদ্দেশ্য উত্তর ও দক্ষিণ দুই মালদার প্রার্থীর সমর্থনে পূর্বঘোষিত রোড-শো ৷ 23 এপ্রিল মালদা টাউনে নিজেদের প্রার্থীর সমর্থনে রোড-শো করে গিয়েছেন অমিত শাহ ৷ তাই কোনওরকম আপস নয় ৷ দুই প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও শাহনওয়াজ আলি রায়হানকে নিয়ে এদিন প্রায় সাড়ে চার কিমি রাস্তা পায়ে হেঁটে প্রচার করলেন মমতা ৷

দুপুর থেকে এদিন তাঁর রোড-শো কেন্দ্র করে মালদা শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুরাতন মালদার জনসভা শেষ করে সড়কপথে সুকান্ত মোড়ে এসে পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। দুই প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও শাহনওয়াজ আলি রায়হানকে সঙ্গে নিয়ে পায়ে হাঁটার মাঝেই বাচ্চাদের কোলে তুলে নিতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। পথে দুর্গাবাড়ির সামনে দাঁড়িয়ে প্রণামও করেন তিনি।

এরপর তাপপ্রবাহ উপেক্ষা করে নেতাজি মোড়ে অবস্থিত সুভাষচন্দ্র বোসের মূর্তি ও রবীন্দ্র অ্যাভিনিউয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মমতা। পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় মহিলাদের কীর্তন করতে দেখে সেখানে খানিকক্ষণ দাঁড়িয়েও পড়েন । প্রায় এক ঘণ্টার রোড-শো শেষে সন্ধে পৌনে 7 টা নাগাদ সড়কপথে পুরাতন মালদার হোটেলের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। বুধবারও মালদায় প্রচার করবেন তিনি ৷

গত লোকসভা নির্বাচনে শুধুমাত্র ইংরেজবাজার বিধানসভা এলাকা থেকে প্রায় 94 হাজার লিড পেয়েছিল বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে সেই ব্যবধান কমে এলেও শেষ হাসি হেসেছিল গেরুয়া শিবির। স্বভাবতই আসন্ন লোকসভা নির্বাচনে ইংরেজবাজারের দিকে বিশেষভাবে নজর দিয়েছে শাসকদল। রাস্তার দু'ধারে এদিন সাধারণ মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় জমিয়েছিলেন তাতে শাসকদলের নেতৃত্বদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। তবে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জনতা তৃণমূলের ভোটব্যাঙ্ক আশানরূপভাবে ভরাতে পারে নাকি, তা জানতে 4 জুনের অপেক্ষা ছাড়া গতি নেই ৷

আরও পড়ুন:

  1. লাভলি-শ্রীরূপার প্রসঙ্গে কমিশনের বিরুদ্ধে 'বৈমাত্রেয়সুলভ আচরণ'-এর অভিযোগে সরব মমতা
  2. 'অনুপ্রবেশকারীরাই মমতাদি'র ভোটব্যাংক', বর্ধমানে পিসি-ভাইপোর রাজত্ব শেষ করার ডাক শাহের

ABOUT THE AUTHOR

...view details