কলকাতা, 2 ডিসেম্বর:অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেশের নাগরিকদের যে পরিবার-পরিজন বাংলাদেশে আছেন, তাঁদের পরিস্থিতি নিয়ে বিধানসভায় এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ তাঁর মতে, রাষ্ট্রসংঘের কাছে বিষয়টি নিয়ে যাওয়া হলে তারা শান্তিবাহিনী পাঠিয়ে দুর্গতদের উদ্ধার করে নিয়ে আসবে ৷ বিধানসভায় মমতার এদিনের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
প্রয়োজনে এই বিষয়ে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এব্যাপারে বিদেশমন্ত্রক কী ব্যবস্থা নিচ্ছে, তা সংসদে বিবৃতি আকারে জানানোর দাবি জানান তিনি ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, যেহেতু বাংলাদেশের বিষয়টি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত, সেই কারণে সেখানকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি কোনও হস্তক্ষেপ করবেন না ৷ তবে সেখানে এদেশের নাগরিকদের যে আত্মীয় ও বন্ধুবান্ধব রয়েছেন, তাঁদের জন্য উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের পরিবার-পরিজনের উপর যাতে কোনও অত্যাচার না হয়, তা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি । প্রয়োজনে প্রধানমন্ত্রী দু'দেশের সঙ্গে কথা বলুন । প্রধানমন্ত্রীর অসুবিধা থাকলে বিদেশমন্ত্রক কথা বলুন । যখন সংসদ চলছে, তখন পার্লামেন্টে বিবৃতি দিয়ে দেশবাসীকে জানান বিদেশমন্ত্রী, যে তাঁরা কী সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।এরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে আমরা আমাদের লোকেদের ফিরিয়ে আনতে চাই । এর জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুক । তাঁরা ফেরত এলে এখানে কোনও খাবারের অসুবিধা হবে না । আমরা যদি আধ-খানা রুটি খাই, তাঁদেরও আধখানা রুটি দিতে পারি । কিন্তু কোনও ভারতীয়র উপর অত্যাচার হোক, সেটা আমরা নিশ্চয়ই চাই না ।"